বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ SIR নিয়ে বিরোধী দলগুলির প্রতিবাদ আরও তীব্র হচ্ছে। কংগ্রেস, তৃণমূল-সহ ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছেন। এদিকে, সুপ্রিম কোর্টে চলমান মামলায় একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন দাবি করছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে প্রত্যেককে নোটিস দিয়ে শুনানির সুযোগ দেওয়া হবে, যদিও বিরোধীদের অভিযোগ, বৈধ ভোটারদের নামও ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে।
SIR নিয়ে আদালতের কড়া নজরদারি মাঝেই কমিশন (Election Commission)
সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) দপ্তর ঘেরাও করলেন বিরোধী সাংসদরা। SIR নিয়ে আদালতের কড়া নজরদারির মাঝেই কমিশন (Election Commission) সুপ্রিম কোর্টে সংযোজিত হলফনামা জমা দিয়ে জানিয়েছে কোনও ভোটারের নাম বাদ দেওয়ার আগে তাঁকে নোটিস পাঠানো হবে এবং আইন অনুযায়ী শুনানি হবে। ভোটাররা তাঁদের যুক্তি ও নথিপত্র উপস্থাপনের সুযোগ পাবেন।
তবে কমিশন (Election Commission) স্পষ্ট করেছে, খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ গেছে, তাঁদের জন্য আলাদা তালিকা প্রকাশের বা কারণ ব্যাখ্যার কোনও আইনি বাধ্যবাধকতা নেই। যাঁদের নাম বাদ হয়েছে, তাঁরা নতুন করে ফর্ম-৬ পূরণ করে নথিসহ জমা দিতে পারবেন। শুনানিতে তাঁদের বক্তব্য ও প্রমাণ যাচাই করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, বিহারের খসড়া তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ লক্ষ মৃত ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, ৩৫ লক্ষ ভোটার অন্যত্র চলে যাওয়ার কারণে এবং সাত লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় থাকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ১ লক্ষের বেশি ভোটারের ফর্ম জমা পড়েনি। বিরোধীদের অভিযোগ, এভাবে বহু বৈধ ভোটারের নামও মুছে ফেলা হয়েছে।
কমিশনের (Election Commission) দাবি, প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে নিয়মিত প্রেস রিলিজ় জারি করা হচ্ছে এবং ২৪৬টি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে পরিযায়ী শ্রমিকদেরও সচেতন করা হচ্ছে। ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংযোজন-বিয়োজনের জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যে ৮,৩৪১টি নাম বিয়োজন বা সংযোজনের আপত্তি এবং ৪৬,৫৮৮টি নতুন ভোটারের আবেদন জমা পড়েছে।
আরও পড়ুনঃ ইচ্ছাকৃত! মমতার বক্তব্যের পরই একের পর এক BLO বদল, তদন্ত চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দুর
প্রসঙ্গত, SIR নিয়ে বিরোধী দলের প্রতিবাদ যেমন বাড়ছে, তেমনই কমিশনও (Election Commission) জানাচ্ছে, তারা আইনি কাঠামোর মধ্যেই কাজ করছে। তবে সুপ্রিম কোর্টের আসন্ন শুনানিতে এই বিতর্কে বড় মোড় আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।