“গোটা ভারতকে বেচে দেবে”, পুতিনের ‘ঘোড়ার চাল’ নিয়ে মোদীকে সতর্ক করলেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারত-রাশিয়ার (India-Russia) বন্ধুত্ব দেখে জ্বলেপুড়ে খাক হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। জ্বলুনি যতই বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়াচ্ছেন শুল্কের হার। এদিকে ভারতও মাথা নোয়ানোর পাত্র নয়। উলটে মস্কোর সঙ্গে বন্ধুত্বের হাত আরও পোক্ত করছে নয়াদিল্লি। এমতাবস্থায় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাবধান করলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি কাসপারভ। পুতিনের সঙ্গে (India-Russia) বন্ধুত্বের ফল কতটা ‘মারাত্মক’ হতে পারে তা নিয়ে আগেভাগে সাবধান বাণী শুনিয়ে রাখলেন তিনি।

ভারত-রাশিয়া (India-Russia) বন্ধুত্ব নিয়ে সরব বিশ্ব চ্যাম্পিয়ন কাসপারভ

দাবার জগতে অতি পরিচিত নাম গ্যারি কাসপারভ। প্রাক্তন এই রুশ বিশ্ব চ্যাম্পিয়ন সম্প্রতি মোদী-পুতিনের বন্ধুত্ব নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি রুশ (India-Russia) প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি এক্স হ্যান্ডেলে পুতিনকে ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনেই এবার মোদীকে সতর্ক করলেন কাসপারভ।

Garry Kasparov warned modi about india-russia friendship

কী বলেছেন রুশ দাবাড়ু: সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন লিখেছেন, ‘যুদ্ধাপরাধী গণহত্যাকারী পুতিন আপনার বন্ধু? নিজের স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করতে আপনার বন্ধু আপনাকে সহ গোটা ভারতকে বেচে দিতে পারেন। ডোনাল্ড ট্রাম্প একজন ভাঁড়। কিন্তু তিনি অন্তত ভালো কিছু একটা বিষয়ের পক্ষে দাঁড়িয়েছেন’।

আরও পড়ুন : এক ক্লিকেই গিরগিটির মতো রঙ বদলায় গাড়ি! নীতা অম্বানির বিলাসবহুল বাহনটির দাম কত জানেন?

আগেই রাশিয়া ছেড়েছেন কাসপারভ: কাসপারভ অবশ্য বরাবরই পুতিন-বিরোধী হিসেবেই পরিচিত। ২০২২ সালেই তাঁকে ‘বিদেশি এজেন্ট’দের তালিকায় যুক্ত করে রাশিয়ার বিচারমন্ত্রক। এমনকি ২০২৪ এ জঙ্গি তকমাও দেওয়া হয় তাঁকে। বহু বছর আগেই অবশ্য রাশিয়া (India-Russia) ছেড়েছেন কাসপারভ।

আরও পড়ুন : ট্রাম্পের শুল্কবোমায় বাঙালির পোয়াবারো, পুজোয় জলের দামে বিকোবে চিংড়ি!

সেই ২০১৪ সালেই প্রাণনাশের আশঙ্কায় নিজের জন্মভূমি ছাড়েন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে সুযোগ পেলেই পুতিনের রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করতে ছাড়েন না। রাশিয়ার মানুষজনের গণতান্ত্রিক স্বাধীনতা তিনি হরণ করেছেন বলে অভিযোগ কাসপারভের। সেই আবহেই এবার মোদীকে সতর্ক করলেন এই দাবাড়ু।