বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি কিছুটা কমবে। তাপমাত্রা ও আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিকে উত্তরবঙ্গের জন্য বিপরীত সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আগামীকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাসের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকালের জন্য কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি নেই।
আরও পড়ুন:স্ত্রীর গর্ভে যারই সন্তান থাকুক না কেন দায়িত্ব নিতে হবে তার স্বামীকে, বিরাট রায় সুপ্রিম কোর্টের
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শুক্রবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর থেকে বৃষ্টি কমতে পারে।
আরও পড়ুন: ২১ অগস্ট পর্যন্ত স্বস্তি হাইকোর্টে…
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং দার্জিলিঙে। বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস টানা শুক্রবার পর্যন্ত। তারপর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।