বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ডিএ (Dearness Allowance) নিয়ে জট খোলেনি এখনও। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৫% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি সরকার। সেই সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। তবে অপেক্ষা বাড়তে থাকায় হতাশ সরকারি কর্মীদের (Government Employees) একটা অংশ। একদিকে এ রাজ্যের সরকারি কর্মীরা যখন ডিএ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে তখন সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভালো খবর | Government Employees
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। জানুয়ারী ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। এবার সেই পথে আরও এক ধাপ এগোল কেন্দ্র। রিপোর্ট অনুযায়ী, অষ্টম পে কমিশন নিয়ে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ দফতর এবং রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
জানা যাচ্ছে, সংশ্লিষ্ট কমিশন তৈরি হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কী হারে সংশোধিত হবে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে অর্থ মন্ত্রকে। তাতে কেন্দ্রীয় অনুমোদন মিললেই বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মীরা। মূলত ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ এর উপর সরকারি কর্মীদের নির্ভর করে।
সরকারি কর্মীদের মূল বেতন কতটা বৃদ্ধি পাবে তা ঠিক করবে এই ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের সময় ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ নির্ধারণ করা হয়েছিল। এবার অর্থাৎ অষ্টম পে কমিশনে তা ১.৯২ থেকে ২.৮৬-এর মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
নয়া পে কমিশন কার্যকর হলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের রেল, প্রতিরক্ষা, ডাক, শিক্ষক এবং অন্যান্য পদের উপর প্রভাব ফেলবে নয়া পে কমিশন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা ধার্য রয়েছে। অষ্টম পে কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০ স্থির হলে সংশোধিত মূল বেতন ৩৬,০০০ টাকা (১৮,০০০ টাকা X ২.০) হতে পারে বৃদ্ধি পেয়ে।
আরও পড়ুন: গরমের মধ্যেই ফের ঝেঁপে নামবে বৃষ্টি! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
অষ্টম পে কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৯২ নির্ধারিত হলে ১,৯০০ গ্রেড পে-র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন ৫৪ হাজার ৫২৮ টাকায় পৌঁছবে ম এর সাথে যোগ হবে একাধিক ভাতা।এইচআরএ এবং টিএ বাবদ ১৩ হাজার ৮৬ টাকা এবং ৩,৬০০ টাকা যোগ হবে। যার ফলে বেতন পৌঁছে যাবে ৭১ হাজার ২১৫ টাকায়। এর থেকে এনপিএস এবং সিজিএইচএস বাবদ ৫,৪৫৩ টাকা ও ২৫০ টাকা বাদ গেলে বেতন দাঁড়াবে ৬৫ হাজার ৫১২ টাকা। এই ভাবে অষ্টম বেতন কমিশনে কর্মীদের সর্বোচ্চ মাসিক বেতন প্রায় তিন লক্ষ টাকায় পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।