বাংলা হান্ট ডেস্কঃ পুরীর জগন্নাথ ধামের (Puri Jagannath Temple) শান্ত পরিবেশে বুধবার দুপুরে নেমে এল অস্বস্তির ছায়া। হেরিটেজ করিডরের কাছে পরিক্রমা মার্গের একটি দেওয়ালে ওড়িয়া ও ইংরেজিতে লেখা হল সন্ত্রাসবাদী হামলার হুমকি। বার্তায় স্পষ্ট দাবি”জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হবে।” শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নাম টেনে আনা হয়েছে, সঙ্গে দেওয়া একাধিক ফোন নম্বরও।
কীভাবে মন্দিরের (Puri Jagannath Temple) দেওয়ালে এমন বার্তা লেখা সম্ভব?
স্থানীয়রা দ্রুত দেওয়ালের ওই লেখা মুছে দেন। অভিযোগ, একই জায়গায় হেরিটেজ করিডরের কয়েকটি আলোও ভেঙে দেওয়া হয়েছে। অথচ এই এলাকা সর্বক্ষণ সিসিটিভির নজরে ও পুলিশের পাহারায় থাকে। তবুও কীভাবে দেওয়ালে চড়ে এমন বার্তা লেখা সম্ভব হল, তা নিয়েই প্রশ্ন তুলছেন পুণ্যার্থীরা।
জঙ্গি চক্রান্ত নাকি কুরুচিকর কৌতুক?
ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক প্রশ্ন, আদৌ কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে, নাকি কেউ নিছক আতঙ্ক ছড়াতেই এই কাণ্ড ঘটিয়েছে? সূত্রের খবর, প্রতিটি ফোন নম্বর ট্র্যাক করা হচ্ছে।
জগন্নাথ মন্দিরকে (Puri Jagannath Temple) কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের
পুণ্যার্থীদের একাংশের মতে, মন্দিরের (Puri Jagannath Temple) এত কাছাকাছি এলাকায় নিরাপত্তা ভেদ করে এমন কাণ্ড চিন্তার বিষয়। তাঁরা বলছেন, “দেওয়ালে উঠতে হলে রক্ষীদের চোখে পড়ার কথা, তাহলে নজর এড়াল কীভাবে?” পুরী মন্দির কমিটি ও ওড়িশা প্রশাসন এখন বাড়তি সতর্কতা জারি করেছে।
আরও পড়ুনঃ শালবনীতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও নিয়োগের ছাড়পত্র, নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত
রাজনৈতিক স্তরেও প্রতিক্রিয়া
মন্দিরের (Puri Jagannath Temple) দেয়ালে লেখা হুমকিতে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করায় বিষয়টি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিও ঘটনার গুরুত্ব বুঝে নড়েচড়ে বসেছে।