বাংলা হান্ট ডেস্ক: পুজো আসতে বাকি আর কয়েকটা দিন। এরমধ্যে অনেকেই পুজোর কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। শুধুমাত্র শৌখিন পোষাক পড়লেই হবে না। পাশাপাশি ত্বককেও করতে হবে উজ্জ্বল (Skin Care)। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য বহু মানুষ বাজারে চলতি প্রোডাক্ট তো ব্যবহার করেন। কিন্তু তাতে মেলেনা আশানুরূপ ফল। তবে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনি ‘ফেসপ্যাক’ বানিয়ে ব্যবহার করে দেখুন। পুজোর আগেই ত্বকের জেল্লা নিমেষেই ফিরে আসবে।
ঘরোয়া এই তিনটি ফেসপ্যাক ব্যবহার করে পান উজ্জ্বল ত্বক (Skin Care)
কাজের চাপ, বাড়ির দায়িত্ব নিয়ে নিজের শরীরের আলাদাভাবে যত্ন নেওয়ার সময় পান না। সেখানে রূপচর্চা তো দূরের কথা। কিন্তু রূপচর্চা না করলে ত্বক ক্রমশ্য উজ্জ্বল হীন হয়ে যায়। আর এই ত্বকের উজ্জ্বল ফিরিয়ে আনতে গিয়ে তখন ব্যবহার করেন কেমিকেল প্রডাক্ট। তবে এবার আর কোন কেমিকাল প্রোডাক্ট নয়, বাড়িতে থাকা এই উপকরন গুলো দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ‘ হোম মেড ফেস প্যাক’।
আরও পড়ুন: ভাইরাল জ্বরে মুখের স্বাদ ফেরাবে এই ‘হেলদি স্যুপ’, টুক করে দেখে নিন রেসিপি
হলুদ ও মধুর ফেস প্যাক: মধু ও হলুদ দুটোই ত্বকের জন্য ভীষণ উপকারী। মধু ও হলুদ একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক মসৃণ হবে।
শশা ও অ্যালোভেরা: ত্বকের যত্ন নিতে অ্যালোভেরা জুড়ি মেলা ভার। শুধু এলোভেরা মাখলেই হবে না। এর পাশাপাশি ব্যবহার করুন শশা। অ্যালোভেরার জেল বার করে তার সঙ্গে শসার রস মিশিয়ে একটা প্যাক তৈরি করুন। এরপর সেটি ১০ মিনিট মুখে মেখে ধুয়ে ফেলুন।
ওটস ও দুধ: ওটস যে শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তা কিন্তু নয়। রূপচর্চার ক্ষেত্রে এর ভূমিকা অনন্য। প্রথমে ওটসকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ব্লেন্ড করা ওটস ও দুধ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এতে আপনার ব্ল্যাকহেড দূর হবে। পাশাপাশি ত্বকের (Skin) জিল্লা ফিরে আসবে।