বাংলা হান্ট ডেস্ক: বাঙালি বাড়িতে গরম ভাতের সঙ্গে ঘি খাওয়ার চল রয়েছে। কিন্তু জানেন কি? এই ঘি শুধু খেলেই হবে না। ত্বক ঝকঝকে করতেও দারুণ কাজ দেয়। জানা যায় ঘি প্রাচীনকাল থেকেই স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের ( Skin Care)যত্নে ব্যবহৃত হয়ে আসছে।
এছাড়াও নানা রকম পুষ্টিগুণ সমৃদ্ধ ঘি হজমশক্তি যেমন বৃদ্ধি করে। তেমনই ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতেও সাহায্য করে। ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ডি এবং ই। ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে এই সব ভিটামিন। এছাড়াও ঘি ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। কিন্তু কিভাবে ব্যবহার করবেন ঘি? জানুন।
পার্লার নয়, ত্বকের জেল্লা ফিরে পেতে ব্যবহার করুন ঘি (Skin Care)
ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে প্রতিদিন শুতে যাওয়ার আগে মুখে ক্রিমের বদলে ব্যবহার করতে পারেন ঘি। এছাড়াও ঘুম থেকে উঠে অল্প একটু ঘি মেখে নিন মুখে। কিছুক্ষণ রেখে একটা ভেজা কাপড়ে মুখ মুছে নিন। এতে সারা দিন ত্বকে একটা জেল্লা বজায় থাকবে।
এছাড়াও চাইলে ঘিয়ের সঙ্গে একটু জাফরান মিশিয়ে নিন। এরপর পনেরো মিনিট মাসাজ করুন। দেখবেন সারাদিন মুখে জেল্লা ফিরে আসবে।
আরও পড়ুন: বড়া বা মালপোয়া নয়, গোপালের মিষ্টিমুখ হোক ‘তালের পাতুরি’ দিয়ে, রইল রেসিপি
আবার ঘিয়ের মধ্যে কমলালেবুর খোসা দিয়ে অল্প করে ফুটিয়ে নিন। ঠান্ডা করে সেটা ত্বকে মেখে নিন। কিছুক্ষণ এটি রেখে উষ্ণজলে ধুয়ে ফেলুন। দেখবেন সারাদিন তরতাজা লাগবে।
এছাড়াও ক্ষত সারিয়ে তুলতে পারে ঘি। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার জন্যেও ঘি-এর ব্যবহার করতে পারেন। এই শীতে ঠোঁটে নিয়মিত ঘি লাগালে উপকার পাবেন আপনি। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার জন্যেও ঘি-এর ব্যবহার করুন।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)