১২% জিএসটি স্ল্যাব কি এবার উধাও? সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা

Published on:

Published on:

Narendra Modi Announces Next-Gen GST Reform

বাংলা হান্ট ডেস্কঃ ৭৯তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে আত্মনির্ভর, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল ভারতের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন লালকেল্লা থেকে ১০৩ মিনিটের ভাষণে তিনি ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ ভারতের রূপরেখা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে দীপাবলির আগে জনগণকে ‘উপহার’ হিসেবে বড় কর সংস্কারের ঘোষণা দেন।

পরবর্তী প্রজন্মের জন্য GST সংস্কারের ঘোষণা মোদীর (Narendra Modi)

এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) জানান, কেন্দ্র ‘পরবর্তী প্রজন্মের GST সংস্কার’ আনতে চলেছে, যা দীপাবলির মধ্যেই কার্যকর হবে। এই পরিবর্তনে ১২% জিএসটি স্ল্যাব সম্পূর্ণভাবে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। ওই স্ল্যাবের আওতাভুক্ত পণ্য ও পরিষেবাগুলি ৫% বা ১৮% স্ল্যাবে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে।

বর্তমানে জিএসটি হার পাঁচটি স্তরে ০%, ৫%, ১২%, ১৮% এবং ২৮%। এর মধ্যে স্বাস্থ্য, জীবন বিমা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করের হার কমানোর দিকেই জোর দিচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “এটি হবে এক অসাধারণ ‘দীপাবলির উপহার’। প্রয়োজনীয় পরিষেবার উপর কর উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তা হবে এবং অর্থনীতিতে নতুন গতি আসবে।”

সরকারি সূত্র অনুযায়ী, সেপ্টেম্বরে দুই দিনের GST কাউন্সিলের বৈঠকে এই সংস্কারের বিস্তারিত আলোচনা হবে। কর কাঠামো সরলীকরণ, স্বাস্থ্য বিমা সস্তা করা এবং সাধারণ মানুষের খরচের চাপ কমানোই মূল লক্ষ্য। শিল্প সংস্থা ও রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই এই পরিবর্তনের দাবি জানাচ্ছিল।

Narendra Modi Announces Next-Gen GST Reform

আরও পড়ুনঃ ৭৯তম স্বাধীনতা দিবসে জিএসটি সংস্কারের ঘোষণা, দীপাবলীতে ‘ডাবল উপহার’ দেবেন মোদী

অর্থনীতিবিদদের মতে, কর হ্রাসের ফলে প্রাথমিকভাবে সরকারি রাজস্ব কিছুটা কমতে পারে, তবে ভোগ বৃদ্ধি এবং কর সংগ্রহের দক্ষতা বাড়ায় ভবিষ্যতে আয়ও বাড়বে। দীপাবলির আগে মোদীর (Narendra Modi) এই সিদ্ধান্ত কার্যকর হলে, তা শুধু সাধারণ মানুষের খরচই কমাবে না, উৎসবের বাজারেও বাড়তি রঙ আনবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।