‘চাকরি হারানোর পর থেকেই উচ্চরক্তচাপ’, SSC আবহে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মৃত্যু ‘যোগ্য’ শিক্ষকের

Published on:

Published on:

ssc recruitment case(4)

বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। চাকরিহারাদের তালিকাতেই নাম ছিল ঝাড়গ্রামের সুবল সোরেনের (৩৫)। মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মৃত্যু হল সেই ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকের।

সুবলের মৃত্যুতে বাড়ছে ক্ষোভ | SSC Recruitment Case

চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ হয়ে উঠেছিলেন। শুক্রবার কলকাতার বাইপাসের ধারের এক হাসপাতালে মৃত্যু হল সুবল সোরেনের। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা তিঁনি। সম্প্রতি এই চাকরিহারা শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। ‘ব্রেনস্টোকে’ আক্রান্ত হন তিনি। প্রথমে তাঁকে ডেবরার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় কলকাতার এক হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।

গত দু’দিন বাইপাসের ধারের হাসপাতালে চিকিৎসারত ছিলেন ওই শিক্ষক। তবে আর সায় দিলেন না চিকিৎসায়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ এত ভয়াবহ আকার নেওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

বাড়িতে ছোট বাচ্চা রয়েছে সুবলের। তাঁর স্ত্রীর দাবি, চাকরি হারানোর পর থেকেই উচ্চরক্তচাপের সমস্যায় ভুগছিলেন তাঁর স্বামী, নিয়মিত ওষুধও খেতে চাইতেন না। চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুবলের মৃত্যুতে প্রশ্ন তুলছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। ক্ষোভে ফেটে পড়েছেন তারা। তাঁদের দাবি, নতুন করে নিয়োগ পরীক্ষা দেওয়ার চাপ থেকে অসুস্থ হয়ে পড়েন সুবল।

আরও পড়ুন: গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চেনা মাছের ভিন্ন স্বাদ, আজই বানিয়ে ফেলুন ‘কাতলার’ এই রেসিপিটি

গোটা ঘটনায় চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের মনে প্রভাব পড়েছে। আন্দোলনকারীদের দাবি, ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন সুবল। সুবলের মৃত্যু প্রসঙ্গে শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডলের কথায়, ‘‘সরকার, বিচারব্যবস্থা এবং রাষ্ট্র চক্রান্ত করে হত্যা করেছে সুবলকে। আজকের স্বাধীনতা দিবসে আমরাই পরাধীন।’’