বাংলাহান্ট ডেস্ক : ভারত রাশিয়া বন্ধুত্বের জেরে নির্বিচারে শুল্ক চাপিয়েছেন। ভারতের থেকে মুখ ফিরিয়ে নতুন করে পাকিস্তানের প্রতি সদয় হয়েছেন। এদিকে ফের একবার ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারত স্পষ্ট ভাবে অস্বীকার করা সত্ত্বেও বারবার নিজের দাবিই জানিয়ে চলেছেন তিনি।
যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)
বৃহস্পতিবার আমেরিকায় হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেখানেই ফের তিনি টেনে আনেন ভারত-পাকিস্তান প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গত ছয় মাসে ছটা যুদ্ধ থামিয়েছি। এতে আমি খুব গর্বিত। শুধু সমস্যার সমাধানই করিনি, শান্তিও স্থাপন করেছি’। এরপরেই ভারত-পাক সংঘাতের বিষয়টি টেনে আনেন ট্রাম্প (Donald Trump)।
ফের ভারত-পাক প্রসঙ্গ উত্থাপন: দুই দেশের সংঘর্ষের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘উড়ন্ত যুদ্ধবিমানকে গুলি করে মাটিতে নামানো হয়েছিল। অন্তত ছয়-সাতটি। সম্ভবত তারা পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। কিন্তু আমরা সেটারও সমাধান করেছি’। এর আগেও একাধিক বার এমন দাবি করেছেন ট্রাম্প (Donald Trump)। তবে নয়াদিল্লি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সর্বসমক্ষে জোর গলায় অস্বীকার করেছেন সংঘর্ষ বিরতিতে কোনও তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি।
আরও পড়ুন : ভিড় ঠেলে লাইনে দাঁড়াতে হবে না আর, মেট্রোতেও এবার রিচার্জেবল কার্ড! কবে থেকে মিলবে সুবিধা?
কেন এমন নাছোড়বান্দা ট্রাম্প: ভারতের তরফে প্রথম থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল, পাকিস্তান প্রথমে সংঘর্ষ বিরতিতে আগ্রহ দেখায়। তারপরেই ভারত সম্মতি দেয়। দুই দেশের ডিজিএমওর বৈঠকের পরে হয় সংঘর্ষ বিরতি। কিন্তু তবুও ট্রাম্প (Donald Trump) কার্যত নাছোড়বান্দা। কিন্তু বারংবার এমন কৃতিত্ব দাবি করার কারণ কী তাঁর?
আরও পড়ুন : বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে, এই পদ্ধতিতে রাঁধুন ‘গন্ধরাজ ইলিশ’, রইল রেসিপি
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট একাধিক বার দাবি করেছেন, যুদ্ধ থামানো এবং শান্তি স্থাপন করার জন্য তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। বেশ কয়েকজন বিশ্বনেতা তাতে সায়ও দিয়েছেন। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে নজর পড়েছে ট্রাম্পের। শুক্রবার এই মর্মে বৈঠকে বসছেন দুই দেশের দুই নেতা ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। এই বৈঠক থেকে কী সমাধান সূত্র বেরিয়ে আসে সেদিকেই নজর রয়েছে সকলের।