ইশারায় হবে কাজ! অসম্ভবকে সম্ভব করে মানুষের মস্তিষ্কে সফলভাবে চিপ বসালো মাস্কের Neuralink

বাংলা হান্ট ডেস্ক: বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানকে কাজে লাগিয়েই এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যেগুলি রীতিমতো কল্পনাই করা যায় না। সেই রেশ বজায় রেখেই এবার কার্যত অসম্ভবকে সম্ভব করে দেখালেন ইলন মাস্ক (Elon Musk)। ইতিমধ্যেই, তিনি ঘোষণা করেছেন যে, মানব মস্তিষ্কে চিপ বসানোর প্রথম পরীক্ষা সফল হয়েছে।

মূলত, ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক (Neuralink) এই বিরাট সাফল্য হাসিল করেছে। এছাড়াও, আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই মাস্ক জানিয়েছেন, যাঁর শরীরে এই চিপ বসানো হয়েছে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই তথ্য দিয়েছেন মাস্ক।

গত বছর US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন মিলেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নিউরালিঙ্ক মানব মস্তিষ্কে চিপ বসানোর জন্য গত বছরের মে মাসে US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদন পায়। ইলন মাস্ক জানান, প্রাথমিক ফলাফল বেশ উৎসাহজনক। নিউরালিঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ইনডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড থেকে অনুমোদন মিলেছে। এদিকে, এই মেডিক্যাল ডিভাইস PRIME (Precise Robotically Implanted Brain Computer Interface)-এর ট্রায়াল সফল হয়েছে। যেখানে একটি ওয়ারলেস ব্রেন কম্পিউটার ইন্টারফেসের পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল মানুষের মস্তিষ্কে চিপ বসানোর নিরাপত্তাকে মূল্যায়ন করা।

আরও পড়ুন: গিল-আইয়ারে নেই ভরসা! দ্বিতীয় টেস্টে দলে এন্ট্রির সম্ভাবনা এই দুই মারকাটারি প্লেয়ারের, কি ভাবছেন রাহুল?

নিউরালিঙ্ক: উল্লেখ্য যে, নিউরালিঙ্ক হল একটি স্টার্টআপ। যেটি ২০১৬ সালে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিলিয়নেয়ার ইলন মাস্ক কিছু বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের সাথে শুরু করেছিলেন। নিউরালিঙ্ক ব্রেন চিপ ইন্টারফেস তৈরি করতে কাজ করে। যেটি মানুষের খুলিতে বসানো যেতে পারে। এই চিপগুলির সাহায্যে, যাঁরা হাঁটতে বা কথা বলতে অথবা দেখতে পারেন না সেই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তি কিছুটা হলেও উন্নত জীবনযাপন করতে সক্ষম হবেন। চিপের সাহায্যে নিউরাল সিগন্যাল কম্পিউটার বা ফোনের মতো ডিভাইসে প্রেরণ করা যায়। তবে, মাস্কের এই কোম্পানি সমালোচনার মুখেও পড়েছে। মূলত, সংস্থাটি এর আগে ল্যাবে প্রাণীদের ওপর চিপের পরীক্ষা চালিয়েছিল। যার জন্য সংস্থাটি অত্যন্ত সমালোচিত হয়।

আরও পড়ুন: অন্যের পেছনে লাগতে যাওয়া চিন নিজেই হচ্ছে উজাড়! বরবাদ হল দেশের সবথেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি

শুধু তাই নয়, ২০২২ সালে সংস্থাটিকে আমেরিকার কেন্দ্রীয় তদন্তের মুখোমুখি হতে হয়েছিল। এটাও অভিযোগ রয়েছে যে, সংস্থাটি পরীক্ষার সময় ১,৫০০ প্রাণী হত্যা করেছে। এর মধ্যে রয়েছে ইঁদুর, বানর, শূকর ইত্যাদি। তবে, সংস্থাটি এইসব অভিযোগ অস্বীকার করেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর