বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতন এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকারের গঠনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের (Bangladesh) মধ্যে দূরত্ব বেড়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই খারাপ হয়েছে। মূলত ইউনূসের বারংবার ভারতের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য, ও দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের জেরে দু দেশের মধ্যে সম্পর্ক বিষিয়ে উঠেছে।
বাংলাদেশের (Bangladesh) সঙ্গে ভারতের সম্পর্কে ফাটল
যদিও ভারতের তরফে প্রতিবারই বাংলাদেশকে (Bangladesh) সতর্ক করা হয়েছে। ঢাকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বরাবরই আগ্রহ দেখিয়েছে নয়াদিল্লি। এখনও বিভিন্ন প্রয়োজনে ভারতেরই মুখাপেক্ষী হতে হয় বাংলাদেশকে (Bangladesh)। এবার এদেশ থেকে বিনা শুল্কে চাল আমদানি করছে বাংলাদেশ।
ভারত থেকে আমদানির সিদ্ধান্ত বাংলাদেশের: বেশিরভাগ খাদ্য পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয় বাংলাদেশকে (Bangladesh)। ভারতের থেকেও বিভিন্ন জিনিস আমদানি করে থাকে তারা। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ১৩ লক্ষ টন চাল বিদেশ থেকে আমদানি করেছে ঢাকা। এবার ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন : এশিয়ার মধ্যে সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন! যাত্রী পরিষেবা চালুর অনুমতি মিলল ইয়েলো লাইনে
আমদানি বাড়িয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা: ২০ শতাংশ আমদানি শুল্কে ছাড় দেওয়া হয়েছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের তরফে। যার জেরে এবার বিনা শুল্কেই ভারত থেকে চাল কিনতে পারবে বাংলাদেশের (Bangladesh) ব্যবসায়ীরা। আর তারপরেই কার্যত হুড়োহুড়ি পড়েছে বড় ব্যবসায়ীদের মধ্যে। ভারত থেকে বিপুল পরিমাণে চাল কিনে মজুত করা শুরু করেছেন অনেকে।
আরও পড়ুন : লাপতা লেডিজ-নৌকাডুবির মিশেল, ‘কনে দেখা আলো’র জন্য কোন সিরিয়ালে কোপ পড়ছে?
এদিকে ইউনূসের এই ঘোষণায় ভারতে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে চালের দাম বাড়তে শুরু করেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা বিপুল পরিমাণে চাল আমদানি করায় এদেশে চালের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। মিনিকেট, রত্না সহ বিভিন্ন চালের দাম বাড়ছে ভারতীয় বাজারে।