বাংলাহান্ট ডেস্ক : আর দিন কয়েক পরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা মেট্রোর (Kolkata Metro) বড় প্রকল্পের উদ্বোধন হতে চলেছে তাঁর হাত দিয়ে। একসঙ্গে তিন তিনটি রুটের উদ্বোধন করতে চলেছেন তিনি। কিন্তু তার আগেই হঠাৎ রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার। রাজ্যের অসহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রো পরিষেবার উদ্বোধন আটকে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী আসার আগেই বিষ্ফোরক কলকাতা মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার
আগামী ২২ শে অগাস্ট তিনটি মেট্রো প্রকল্পের (Kolkata Metro) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর, রুবি-বেলেঘাটা স্টেশন এবং শিয়ালদহ-এসপ্ল্যানেড সংযুক্তিকরণ এই তিনটি রুটের উদ্বোধন হতে চলেছে। কিন্তু শুধু এই তিনটি নয়, চতুর্থ মেট্রো (Kolkata Metro) পরিষেবারও উদ্বোধন এদিন হতে পারত। কিন্তু রাজ্যের অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।
আরও এক প্রকল্পের উদ্বোধন হতে পারত: তাঁর অভিযোগ, রাজ্য জমি দেওয়ার বিষয়ে অসহযোগিতা করছে। সেই কারণে ১৩ কিমি অংশে কাজ আটকে রয়েছে। চিংড়িহাটার ৩৬৬ মিটার এবং নব দিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির জন্য বারবার আবেদন করা হয়েছে রাজ্যের কাছে। কিন্তু তা মেলেনি বলে অভিযোগ। ওই জমিটুকু পাওয়া গেলে কলকাতা বিমান বন্দর মেট্রো (Kolkata Metro) করিডর অর্থাৎ কবি সুভাষ-জয়হিন্দ মেট্রো স্টেশনের একটা বড় অংশের উদ্বোধনও করা যেত এদিন।
কী অভিযোগ উঠেছে: উল্লেখ্য, জমি না দেওয়া সহ একাধিক বিষয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলতে দেখা গিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। গোটা দেশের তুলনায় নাকি এ রাজ্যেই যে কোনও প্রকল্পের কাজ দেরিতে শেষ হয়, এমনই অভিযোগ রেল বোর্ডের।
আরও পড়ুন : খোওয়া গিয়েছে ৪০,০০০ টাকার সোনার আংটি! অরিজিতের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় চাঞ্চল্যকর মোড়
অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গে যে সময় বেঁধে দেওয়া হয় তার থেকে প্রায় বছর খানেকের দেরিতে কাজ শেষ হয়। তাই এ রাজ্যের জন্য কোনও প্রকল্প বরাদ্দ করতে হলে ভাবনাচিন্তা করতে হয় বলে দাবি করা হয়েছে। এবার সেই সুরেই মুখ খুললেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার।