হঠাৎ চমক! রাজ্য সরকারি কর্মীদের ২% হারে DA বৃদ্ধির ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

dearness allowance

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসছে অষ্টম পে কমিশন। ২০২৬ সালের শুরু থেকেই নয়া বেতন কমিশন লাগু হয়ে যেতে পারে। সেই নিয়ে অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এদিকে দীপাবলির আগে ফের এক দফায় ডিএ (Dearness Allowance) বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee’s)। সবমিলিয়ে রীতিমতো লটারি লাগছে কেন্দ্রের কর্মীদের। এই আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই মহার্ঘ ভাতার ঘোষণা করা হল রাজ্যে।

রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা | Dearness Allowance

ঘটনাস্থল ছত্তিশগড়। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানিয়েছেন, কেন্দ্রীয় হারে সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) মেনে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employee’s) মহার্ঘ ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের প্রায় তিন লাখ রাজ্য সরকারি কর্মচারী উপকৃত হতে চলেছেন।

বিষ্ণুদেও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ। ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। এবার রাজ্য সরকারি কর্মচারীদের দু’শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে তারাও কেন্দ্রীয় সরকারি হারেই ডিএ পাবেন।

এর আগে ডিএ নিয়ে ক্ষোভ ছিল সরকারি কর্মীদের। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারেই ডিএ দেওয়া হবে। উৎসবের মরসুমে সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। এদিকে এ রাজ্যে এখনও বকেয়া ডিএ ইস্যুতে জট খোলেনি। সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে মামলা।

dearness allowance(19)

আরও পড়ুন: সরকারি কোষাগরের টাকা কি দান করা যায়? পুজোয় অনুদান দেওয়া নিয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার

যখন ছত্তিশগড়ের সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা করল তখন ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এ বার ৩% ডিএ বৃদ্ধি পেতে পারে। এর আগে বছরের শুরুতে মাত্র ২% হারে ডিএ বৃদ্ধি পেয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ২০২৫ সালের জুলাই থেকে যদি মহার্ঘ্য ভাতা ৩% বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ্য ভাতা ৫৫% থেকে বেড়ে ৫৮ শতাংশে পৌঁছবে।