বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিগত বছরগুলির মত এবারও প্রশ্নপত্র ফাঁস (Exam Paper Leaked) হওয়ার মত কেলেঙ্কারি না ঘটে তার জন্য নানাবিধ ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। তবুও শেষরক্ষা হলনা। পরীক্ষার প্রথম দিনেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর ঘন্টাখানেকের মধ্যেই মুঠোফোনে পৌঁছে গেল বাংলার প্রশ্নপত্র।
সূত্রের খবর, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতেই খবর যায় মধ্যশিক্ষা পর্ষদের কাছে। খবর মিলতেই তৎপর হয়ে ওঠে পর্ষদও। শুরু হয় অভিযুক্তদের খুঁজে বের করার কাজ। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে। ইতিমধ্যেই দু’জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ।
প্রসঙ্গত উল্লেখ্য, মাস কয়েক আগেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রশ্নপত্রে দেওয়া হবে কিউ আর কোড। সেই কোড দেখে নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীকে চিহ্নিত করা যাবে। এবং এইদিন ভাইরাল হওয়া প্রশ্নপত্রের কিউ আর কোড দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন : জ্ঞানব্যাপী বিতর্কের মধ্যেই দিল্লিতে নোটিশ ছাড়াই গুঁড়িয়ে দেওয়া হল ৬০০ বছরের পুরনো মসজিদ
বলে রাখা ভালো, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই যে ছবি ভাইরাল হয়েছে সেটি প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি ১.১৩ থেকে শুরু করে ২.১.২ পর্যন্ত সমস্ত প্রশ্ন রয়েছে এই ভাইরাল হওয়া ছবিতে। মূল প্রশ্নপত্র এবং ভাইরাল হওয়া প্রশ্নপত্র দুটিই খুঁটিয়ে দেখে পর্ষদ। সবকিছু খতিয়ে দেখার পরেই নিশ্চিত হওয়া যায় যে, যেটি ভাইরাল হয়েছে সেটি আসল প্রশ্নপত্রই।