সিংহাসন খোয়ালো ‘রাণী ভবানী’, নম্বর বাড়িয়ে কামব্যাক ‘পরিণীতা’র, কে পেল শীর্ষস্থান?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি (TRP) তালিকায় প্রতি সপ্তাহেই থাকছে কোনও না কোনও চমক। টিআরপির (TRP) উত্থান পতনে বারংবার জায়গা বদল হচ্ছে বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকগুলির। এক সপ্তাহে কোনও সিরিয়াল শীর্ষস্থান দখল করলে পরের সপ্তাহে আবার তাঁকে সরিয়ে টপার হচ্ছে অন্য মেগা। এ সপ্তাহেও দৃশ্যটা এমনই।

টিআরপি (TRP) তালিকায় ফের অদলবদল

বিগত কয়েক সপ্তাহ ধরে তালিকার শীর্ষস্থানটি দখল করে রেখেছিল স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। নতুন শুরু হয়েই দর্শকদের চমক দিতে শুরু করেছিল সিরিয়ালটি। কিন্তু এ সপ্তাহে নম্বর কমল রাণী ভবানীর (TRP)। সেই সঙ্গে শীর্ষস্থানও খোয়ালো ধারাবাহিকটি। বেঙ্গল টপারের তকমা ফের দখল করল ‘পরশুরাম’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১।

Big change in bengali serial trp list

নম্বর কমল রাণী ভবানীর: দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাণী ভবানী’ এবং ‘চিরসখা’। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৬। এরপর তিন নম্বরে ৬.৫ টিআরপি (TRP) নিয়ে জায়গা করেছে জি বাংলার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। বরাবর ভালো ফলই করে আসছে দীর্ঘদিনের ধারাবাহিকটি।

কেমন ফল জি বাংলার: এ সপ্তাহে নম্বর বাড়িয়ে আবারও আবারও প্রথম পাঁচে উঠে এসেছে ‘পরিণীতা’। ৬.৪ টিআরপি (TRP) নিয়ে চতুর্থ স্থানে জায়গা হয়েছে সিরিয়ালটির। পঞ্চম স্থানে রয়েছে জলসারই আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’। ৬.২ নম্বর পেয়েছে এই সিরিয়াল। সামান্য কম নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে ‘ফুলকি’র। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১।

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- পরশুরামরাজ (৭.১)

দ্বিতীয়- রাজেশ্বরী রাণী ভবানী, চিরসখা (৬.৬)

তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৫)

চতুর্থ- পরিণীতা (৬.৪)

পঞ্চম- রাঙামতি তীরন্দাজ (৬.২)

ষষ্ঠ- ফুলকি (৬.১)

সপ্তম- চিরদিনই তুমি যে আমার (৫.৯)

অষ্টম- আমাদের দাদামণি (৫.৪)

নবম- গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া (৫.৩)

দশম- কথা (৪.৬)

টিআরপি টপারের ক্ষেত্রে পরিবর্তন না হলেও অন্যান্য ধারাবাহিকের নম্বর বেড়েছে। টিআরপির লড়াই ক্রমেই জমে উঠেছে। গত সপ্তাহের তুলনায় নম্বর বেড়েছে জি বাংলার সিরিয়াল গুলিরও।