বাংলাহান্ট ডেস্ক : নিজের দেশেই কোণঠাসা। তবু ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলায় বিরাম নেই বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সময়ে তাঁর ভারত বিরোধী মনোভাব বিতর্কের জন্ম দিয়েছে। এবার ইউনূস অভিযোগ করলেন, ভারতে অফিস খুলেছে আওয়ামী লীগ। সেসব অফিস অবিলম্বে বন্ধ করা উচিত। এর পালটা জবাব দিল ভারত।
বাংলাদেশের (Bangladesh) অভিযোগ নিয়ে সরব দিল্লি
বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখন কার্যত কোণঠাসা হয়ে রয়েছে সে দেশে। সম্প্রতি বাংলাদেশে (Bangladesh) আওয়ামী লীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ইউনূস সরকার। এবার নতুন দাবি ইউনূসের। দিল্লি এবং কলকাতায় নাকি অফিস খুলেছে আওয়ামী লীগ, যা অবিলম্বে বন্ধ করা উচিত বলে দাবি করছেন তিনি।
কী বলেছে বিদেশ মন্ত্রক: বিদেশ বুধবার এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভারতীয় আইনের পরিপন্থী, এমন কোনও কার্যকলাপের ব্যাপারে সরকার অবগত নয়। এদেশে আওয়ামী লীগের থরফে কোনও বাংলাদেশ বিরোধী কার্যকলাপের খবরও ভারত পায়নি। উপরন্তু ভারত নিজের ভূখণ্ডে কোনও বিদেশি রাজনৈতিক কার্যকলাপ অনুমোদন করে না।
আরও পড়ুন : আরজিকর কাণ্ডে বিচার অধরা, রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ফের ধর্ষণের অভিযোগ!
ইউনূসকে স্পষ্ট জবাব: ইউনূস অভিযোগ করেছিলেন আওয়ামী লীগের জন্য ভারত এবং বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরীণ সম্পর্ক প্রভাবিত হচ্ছে। সেই অভিযোগও অস্বীকার করে রণধীর বলেন, বাংলাদেশ (Bangladesh) যত দ্রুত অবাধ নির্বাচন আয়োজন করবে, তত দ্রুত জনগণের মতামত প্রতিফলিত হবে। ভারত সেটাই চায়।
আরও পড়ুন : সিংহাসন খোয়ালো ‘রাণী ভবানী’, নম্বর বাড়িয়ে কামব্যাক ‘পরিণীতা’র, কে পেল শীর্ষস্থান?
বিভিন্ন সময়ে ভারতের বিরুদ্ধে কটাক্ষ শানাতে দেখা গিয়েছে ইউনূসকে। তবে ভারতের তরফে স্পষ্ট বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের কোনও সক্রিয় ভূমিকা নেই।