রেশন দুর্নীতির সমস্ত মামলা সিবিআই কেই দিয়ে দেওয়া হোক! হঠাৎ আর্জি নিয়ে হাইকোর্টে ED

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতির পর গত বছরের শেষের দিক থেকে রেশন দুর্নীতি (Ration scam) নিয়ে শোরগোল রাজ্যে। চলছে তদন্ত, সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এই আবহে এবার রাজ্য পুলিশের থেকে রেশন দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার ভার তুলে দেওয়া হোক সিবিআইকে (CBI), এই মর্মে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ইডি (ED)।

ইডির আর্জি রেশন দুর্নীতি সংক্রান্ত যে সব মামলা রাজ্য পুলিশের হাতে রয়েছে তা সরিয়ে নিয়ে সিবিআই কে দেওয়া হোক। এই মর্মে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছে ইডি। কারণ কী? রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখতে পারছে না ইডি। ইডি চাইছে রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করুক সিবিআই।

নদিয়া ও কলকাতা মিলিয়ে রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের কাছে মোট ৬টি মামলা রয়েছে। রেশন কেলেঙ্কারি নিয়ে নদিয়া জেলার কোতোয়ালি থানায় দুটি, নবদ্বীপ থানায় একটি ও ধুবুলিয়া থানায় একটি এবং কলকাতার ভবানীপুর ও বালিগঞ্জ থানায় একটি করে মোট ছ’টি এফআইআর বা মামলা রুজু করা হয়। এতদিন এসবের তদন্ত করছিল রাজ্য পুলিশ। তবে পুলিশি তদন্তে সন্তুষ্ট নয় ইডি।

আদালতে ইডির অভিযোগ, রাজ্য পুলিশ যে সমস্ত মামলার তদন্ত করছে তাতে কোনও পদক্ষেপ করা হয়নি। শুধু তাই নয়, যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আটক বা গ্রেফতারিও করা হয়নি। পুলিশি তদন্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ইডির আবেদন, রাজ্য পুলিশের হাতে থাকা মামলা গুলি সরিয়ে সিবিআইকে দিয়ে দেওয়া হোক।

আদালতে ইডি জানিয়েছে, রাজ্য পুলিশের হাতে থাকা মামলাগুলিতে কী অগ্রগতি হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে এসব তথ্য চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া হয়। কিন্তু তার কোনও উত্তর মেলেনি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলায় শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ration scamf

আরও পড়ুন: এবারের মত টাটা শীত! এবার দক্ষিণবঙ্গে আসছে অন্য টুইস্ট, একনজরে আবহাওয়ার খবর

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় সর্বপ্রথম ইডির হাতে গ্রেফতার হন ব্যবসায়ী বাকিবুর রহমান। পরে তার সূত্র ধরেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই গ্রেফতার হয়েছেন বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্য। ইডির স্ক্যানারে আছে সন্দেশখালির নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান। তার খোঁজ চলছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর