আদালতের নির্দেশে পরেশ সহ তৃণমূল কাউন্সিলরদের আগাম জামিন, তবে মানতে হবে তিন শর্ত, সেগুলো কী কী?

Published on:

Published on:

Calcutta High Court grants anticipatory bail to TMC MLA Paresh Pal and two councillors

বাংলা হান্ট ডেস্কঃ বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছিলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।

অভিজিৎ খুনের মামলায় আদালতে (Calcutta High Court) পেশ করা চার্জশিটে উঠেছিল তিন তৃণমূল নেতার নাম

প্রসঙ্গত, ২০২১ সালে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ খুন হন বলে অভিযোগ। সেই মামলায় সিবিআইয়ের চার্জশিটে পরেশ-সহ তিন তৃণমূল নেতার নাম উঠে আসে। পরে পৃথকভাবে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন অভিজিতের দাদা বিশ্বজিৎ। তাঁর দাবি, গাছ কাটার নাম করে স্বপন, পাপিয়াদের গুন্ডাবাহিনী অভিজিতের বাড়ির এলাকায় উপদ্রব চালায়।

বিশ্বজিতের অভিযোগ, গাছের ডাল ফেলে দেওয়া হয় তাঁদের গ্যারাজ এবং বিদ্যুতের তারের উপর। এমনকি, তাঁকে মারধর করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় নারকেলডাঙা থানায় পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়। তবে পরেশ দাবি করেছেন যে, সে নাকি বিশ্বজিৎকে চেনেন না।

বৃহস্পতিবার হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত তিন অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেন। তবে বলা হয়, তিনটি শর্ত মানতে হবে তাঁদের।

  1. তাঁরা কেউ শীতলাতলা লেনে প্রবেশ করতে পারবেন না।
  2. তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।
  3. কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না।

এছাড়া আদালতের (Calcutta High Court) নির্দেশে অভিযুক্তদের প্রত্যেককে এক লক্ষ টাকার বন্ড দিতে হবে।

Calcutta High Court grants anticipatory bail to TMC MLA Paresh Pal and two councillors

আরও পড়ুনঃ আসছে GST ২.০, কমতে চলেছে ৯০ শতাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে কাঁকুড়গাছি কাণ্ডে সিবিআই তদন্ত চলছে। রাজনৈতিক উত্তেজনার আবহে এই মামলায় আপাতত হাই কোর্টের (Calcutta High Court) রায়ে কিছুটা স্বস্তি পেলেন পরেশ ও দুই কাউন্সিলর। যদিও মামলাকারীর দাবি, বিচার এখনও বাকি এবং সত্য প্রকাশ্যে আসতেই হবে।