ফের কেঁপে উঠল কালিঘাট, এবার ১০ দফা দাবি নিয়ে পথে আশা কর্মীরা, কি কি দাবি?

Published on:

Published on:

Asha worker protest in Kolkata over allowance and incentive dues

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে একাধিক দাবিদাওয়া নিয়ে পথে নেমেছেন রাজ্যের আশা কর্মীরা (Asha Worker)। কিন্তু সেভাবে কোন লাভ হয়নি। রাজ্য সরকার বিভিন্ন খাতে টাকা বাড়ানোর কথা বললেও আশা কর্মীদের নিয়ে কোন কিছু বলতে শোনা যায়নি। এবার তাই কালিঘাট অভিযানের ডাক দিয়েছিল আশা কর্মীরা। সেইমতো শুক্রবার ফের একবার কলকাতার রাজপথ সাক্ষী থাকল আশা কর্মীদের প্রতিবাদ মিছিলের।

প্রসঙ্গত, শুক্রবার কালীঘাট অভিমুখে মিছিল করে রাস্তায় নামেন আশা কর্মীরা (Asha Worker)। মূল দাবি ভাতা বৃদ্ধি ও বকেয়া ইনসেন্টিভের টাকা দ্রুত পরিশোধ। এই দাবি নিয়ে এদিন সকাল থেকেই আশা কর্মীদের জমায়েত শুরু হয় রাসবিহারীতে, আর দুপুরের মধ্যেই ভিড় কয়েক হাজারে পৌঁছে যায়। কার্যত অবরুদ্ধ হয়ে যায় এলাকা।

প্রতিবাদে অংশ নিতে শুধু কলকাতাই নয়, রাজ্যের নানা প্রান্ত থেকে ভিড় জমান আশা কর্মীরা (Asha Worker)। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। ১০ দফা দাবি সামনে রেখেই চলতে থাকে বিক্ষোভ। রাস্তার একাংশ অবরুদ্ধ করে কর্মীদের দাবি স্পষ্ট, তাঁদের ন্যায্য প্রাপ্য পাওয়ার নিশ্চয়তা চাই। বর্তমানে আশা কর্মীরা মাসে মাত্র ৫ হাজার ২৫০ টাকা পান। তা বৃদ্ধি করার দাবিই এই আন্দোলনের মূল লক্ষ্য।

বকেয়া ইনসেন্টিভের দাবি আশা কর্মীদের (Asha Worker)

আশা কর্মীদের (Asha Worker) অভিযোগ, গত চার মাস ধরে তাঁদের ইনসেন্টিভ বকেয়া রয়েছে। তাই তা দ্রুত মেটানোর দাবি তুলেছেন তাঁরা। আন্দোলনে শামিল এক কর্মী বললেন, “আমাদের দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা ধরনায় বসব।” একইসঙ্গে তাঁদের চাকরিকে স্থায়ী করারও দাবি জানানো হয়েছে।

শুধু বেতনভাতা নয়, কর্মীদের (Asha Worker) আরও একাধিক দাবি রয়েছে। সেগুলি হল- মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য ছুটি দ্রুত প্রদান করতে হবে। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারীরা।

Asha worker protest in Kolkata over allowance and incentive dues

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের রায়ে OBC জট কাটতেই প্রকাশিত হল জয়েন্টের মেধাতালিকা, কে হল সেরা?

উল্লেখ্য, আশা কর্মীদের (Asha Worker) এই আন্দোলন নতুন নয়। দীর্ঘদিন ধরেই তাঁরা বিভিন্ন সময়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভে নামছেন। কিন্তু এবার কালীঘাট অভিমুখে প্রতিবাদ যাত্রায় যে ভিড় দেখা গেল, তাতে স্পষ্ট যে, তাঁদের ক্ষোভ ক্রমশই বাড়ছে। এখন সরকারের তরফে এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের হাজার হাজার আশা কর্মী।