বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) ইস্যুতে ধীরে ধীরে কাটছে জট। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মত এবার আবেদনের জন্য বাড়তি সময় পাবেন চাকরিপ্রার্থীরা। এমনকি পিছিয়ে যেতে পারে পরীক্ষাও। আসন্ন উৎসব মরশুমের কারণে এসএসসির নিয়োগ পরীক্ষা পিছিয়ে যাবে বলে জানা যাচ্ছে।
পিছোচ্ছে এসএসসির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা? SSC
এসএসসি-র নয়া নিয়োগ পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন। সেই আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায়, চাকুরিরত যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ফর্ম ফিল আপ করার জন্য সাত দিন অতিরিক্ত সময় দিতে হবে। সেই মত আবেদন করার জন্য আরও ১০ দিন সময় মিলবে।
এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা গত ২৭ জুলাই শেষ হয়েছে। আবেদনের ক্ষেত্রে ভুল-ভ্রান্তি হলে তা সংশোধনের শেষদিন ছিল ১২ আগস্ট। যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর কমিশন। এই অবস্থায় আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে সুপ্রিম নির্দেশের পর তা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
সেপ্টেম্বর মাসের শেষে দুর্গাপুজো। অক্টোবরে জুড়ে টানা একের পর এক উৎসব। রয়েছে কালীপুজো, ছট। সেক্ষেত্রে শিক্ষক নিয়োগের পরীক্ষা পিছিয়ে যেতে পারে। নভেম্বরে শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য করা হতে পারে। এদিকে স্নাতক-স্নাতকোত্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলেই বসা যাবে পরীক্ষায় এমনটাও জানিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: সরকারি কর্মীদের পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল, না জানলে সমস্যায় পড়তে পারেন!
এসএসসি নিয়ম করেছিল, আবেদন করার জন্য স্নাতক-স্নাতকোত্তর স্তরে নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এই নিয়মের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন যোগ্য শিক্ষকদের একাংশ। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ মামলাকারীদের এই আবেদনেও সম্মতি দিয়েছে।