জীবন ও স্বাস্থ্যবিমায় স্বস্তি? প্রিমিয়ামের উপর থেকে GST শূন্য করার প্রস্তাব গেল কাউন্সিলে

Published on:

Published on:

GST cut proposal on insurance premium sent to Council

বাংলা হান্ট ডেস্কঃ জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর থেকে GST কমানো বা শূন্য করার দাবি দীর্ঘদিন ধরেই উঠছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করী, সকলেই কেন্দ্রের কাছে প্রস্তাব রেখেছিলেন এই বিষয়ে। এবার সেই দাবি পৌঁছল GST কাউন্সিলে। এই প্রস্তাবে সিনেমা হল পড়লে দেশের সাধারণ মানুষের জন্য এটা বড় স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা খরচের ভয়ে বিমা করাননি, তারাও নতুন করে বিমার আওতায় আসতে পারেন মনে মনে করা হচ্ছে।

GST কমলেও ভয় প্রিমিয়াম বৃদ্ধির

তবে, GST কমানো হলেও একটা ভয় থেকেই যায়। সেটা হল প্রিমিয়াম বৃদ্ধি। উদাহরণস্বরূপ বলা যায়, কোনও এক বিমার মাসিক প্রিমিয়াম ১০০০ টাকা। এর উপর বর্তমানে ১৮ শতাংশ কর দিতে হয়। অর্থাৎ গ্রাহকের পকেট থেকে ১ হাজার ১৮০ টাকা খরচ হয়। কেন্দ্র যদি GST কমিয়ে শূন্য করে দেয় তাহলে গ্রাহকের পকেটে চাপ কমবে। তবে, বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই সুযোগে অনেক সংস্থাই প্রিমিয়াম বাড়িয়ে দিতে পারে।’

প্রসঙ্গত, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে GST তুলে নেওয়ার বিষয়ে প্রায় সকলেই এক মত। তবে, বাংলার অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্য শুধু GST তুলে নিলেই হবে না, বিমা সংস্থাগুলো যেন প্রিমিয়াম বাড়াতে না পারে, সেদিকেও নজর রাখা জরুরি। কারণ প্রিমিয়াম বেড়ে গেলে, সাধারণ মানুষের উপর বাড়তি চাপ থেকেই যাবে।

GST cut proposal on insurance premium sent to Council

আরও পড়ুনঃ আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোয় বিধিনিষেধ জারি, বড় ঘোষণা ভারতীয় ডাক বিভাগের

GST কমানো বা শূন্য করার প্রস্তাব কার্যকর হলে অনেকেই প্রথমবার বিমা করাতে উৎসাহিত হবেন। তবে বিমা সংস্থাগুলির প্রিমিয়াম বাড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণ না করা গেলে প্রকৃত সুবিধা মিলবে না বলে বলে করা হচ্ছে। এখন GST কাউন্সিল কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।