বাংলাহান্ট ডেস্ক : জলপাইগুড়িতে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনার অভিযোগ সামনে এসেছে। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন নকলে বাধা দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করলেন পরীক্ষার্থীরা। ভেঙে দেওয়া হয়েছে স্কুলের জানলা-দরজা। এমনকি ভাঙচুর করা হয়েছে স্কুলের লাইট-পাখা। সোমবার এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া পাঁচিরাম নাহাটা হাই স্কুলে।
এই পরীক্ষা কেন্দ্রের শিক্ষকরা দাবি করেছেন, এদিন পরীক্ষা শুরুর আগেই কিছু পরীক্ষার্থীর পকেট থেকে উদ্ধার হয় কাগজে লেখা উত্তর। অভিযোগ এরপর কয়েকজন পরীক্ষার্থী স্কুলে ভাঙচুর চালায়। টেনে খুলে দেওয়া হয় স্কুলের কাঠের জানালার পাল্লা। যদিও প্রশ্ন উঠছে ভাঙচুর শুরু হওয়ার পরও কেন পুলিশ বা পর্ষদকে এই ব্যাপারে জানানো হয়নি।
আরোও পড়ুন : আছে বিলাসবহুল গাড়ি, তবু আজও অটো ট্যাক্সিতে চড়েন দেব! কেন এমনটা করেন টলিউডের সুপারস্টার?
পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা কেন্দ্রের একাধিক ঘর থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নকল। ততক্ষণে পর্ষদের কাছে খবর পৌঁছে যায়। গতকাল উত্তরবঙ্গেই ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। খবর পাওয়ার পর তিনি ওই স্কুলে পরিদর্শক পাঠান। স্কুলে পৌঁছানোর পর পরিদর্শকরা দেখতে পান ততক্ষণে বেশ কিছু নকলের কাগজ পুড়িয়ে ফেলা হয়েছে।
আরোও পড়ুন : হকারি করতে করতেই বলেন কবিতা! শিয়ালদা-বনগাঁ রুটে ফেমাস ‘হকার কবি’র কাহিনী চোখে জল আনবে
পর্ষদ সভাপতি জানিয়েছেন, ‘‘জলপাইগুড়ির ওই স্কুলের ভাঙচুর নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।’’ জলপাইগুড়ি জেলার মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত সুগত মুখোপাধ্যায় জানান, “নকল রুখতে কড়া পদক্ষেপ করেছে পর্ষদ। সব কেন্দ্রকে সেই নিয়ম মেনে চলতে বলা হয়েছে।”
জলপাইগুড়ি জেলায় মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা সুগত মুখোপাধ্যায় জানান, ‘‘পাঁচিরাম নাহাটা স্কুলে কী ভাবে ভাঙচুর হয়েছে তা আমরা দেখেছি। পর্ষদের সভাপতিকেও পুরোটা জানানো হয়েছে। স্কুল থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। স্কুল যদি অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে দেয়, তা হলে পর্ষদের নিয়ম মেনে পুরো স্কুলের ফলাফল ঘোষণাই স্থগিত করা হবে।”
বেলাকোবা এবং মান্তাদরি এলাকার দু’টি স্কুলের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা স্কুলে। এই স্কুলের সিসিটিভিতে ভাঙচুরের ঘটনা ধরা পড়েছে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণ দাস বলেন, “স্কুলের প্রধান শিক্ষক পুরো বিষয়টি পর্ষদকে জানিয়েছেন। যে ভাবে স্কুলে তাণ্ডব চালানো হল, তা দুর্ভাগ্যজনক।”