বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ তথা ISL আদৌ সম্পন্ন হবে কিনা এই প্রশ্নই এখন রয়েছে ভারতীয় ফুটবল অনুরাগীদের মনে। ঠিক এই আবহেই ISL-এর আয়োজক FSDL (Football Sports Development Limited)-এর সঙ্গে গত সোমবার আলোচনা সম্পন্ন হয় ফেডারেশনের। মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই আলোচনা সম্পন্ন হয়। ইতিমধ্যেই ফেডারেশন জানিয়েছে যে এই বৈঠক গঠনমূলক এবং সদর্থক মানসিকতায় সম্পন্ন হয়েছে। এমতাবস্থায়, পরের মরশুমে ISL হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ISL নিয়ে সম্পন্ন হল বৈঠক:
ইতিমধ্যেই সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ISL আয়োজকদের সঙ্গে আগামী ৮ ডিসেম্বর যে চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে তা আরও কয়েকদিন বাড়ানো হতে পারে। পাশাপাশি, আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত অস্থায়ীভাবে এই চুক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে, আগামী মরশুমেও ISL আয়োজনের দায়িত্ব থাকছে FSDL-এর কাছেই। তারপরে ফেডারেশন এর নতুন কমিটির সঙ্গে চুক্তি বৃদ্ধির বিষয়ে FSDL আলোচনা সম্পন্ন করবে বলে খবর মিলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান প্রকাশ করে দেওয়ার পর নির্বাচন হওয়ার কথা রয়েছে। এমতাবস্থায়, ওই নির্বাচনের পর যে কমিটি তৈরি হবে তাদের সঙ্গেই চুক্তি বৃদ্ধির বিষয় বৈঠকে বসতে পারে FSDL। এদিকে, গত সোমবারের ওই বৈঠকের পরিপ্রেক্ষিতে ফেডারেশন জানিয়েছে, ইতিবাচক ভঙ্গিতেই সম্পন্ন হয়েছে বৈঠক। পাশাপাশি, সামগ্রিকভাবে যাতে ভারতীয় ফুটবলের উন্নতি হয় সেই লক্ষ্যেই দুই পক্ষ মৌখিকভাবে একটি প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার জার্সিতে এবার থাকবে বিশ্ববিখ্যাত এই সংস্থার নাম? দ্রুত সিদ্ধান্ত নিতে হবে BCCI-কে
আগামী অগাস্ট আগস্ট এই যৌথ প্রস্তাব সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলেও প্রাথমিকভাবে খবর মিলেছে। তবে, বিষয়টি বর্তমানে বিচারাধীন থাকায় কোনও পক্ষই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। এদিকে, আগামী বুধবার ফের আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে আগামী ২৮ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার। তার আগে ইন্ডিয়ান সুপার লিগের ১৩ টা ক্লাবের মধ্যে ১১ টা ক্লাব ISL নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানোর লক্ষ্যে ফেডারেশনকে জানিয়েছিল। এদিকে, ক্লাবগুলির তরফে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন সুপ্রিম কোর্টে এই বিষয়ে অচলাবস্থা কাটাতে বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চে আবেদন করেন।
আরও পড়ুন: রিলায়েন্সের ৪৪ লক্ষ বিনিয়োগকারীর প্রত্যাশা হবে পূরণ? শুক্রবার “সারপ্রাইজ” দিতে পারেন আম্বানি
অন্যদিকে, ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর গত ১৮ অগাস্ট আদালত জানায়, পরবর্তী শুনানি হবে ২২ অগাস্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ফেডারেশনের খসড়া সংবিধান দন্ত করার আগে গুরুত্ব দিতে হচ্ছে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে। এমতাবস্থায়, গত শুক্রবার শুনানির পর দুই বিচারপতির বেঞ্চ ফেডারেশন এবং FSDL-কে আলোচনায় বসার নির্দেশ দিয়েছিল।