বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের (Lok Sabha Election) নির্ঘণ্ট যত এগিয়ে আসছে ততই জটিল হচ্ছে ‘ইন্ডিয়া’ জোটের (INDIA Alliance) সমীকরণ। দিনকয়েক আগেই মহাগঠবন্ধন থেকে নাম তুলে নিয়েছে জেডিইউ প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। আর এবার আরএলডিও (RLD) মুখ ফেরানোর ইঙ্গিত দিল। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি বিজেপির সাথে সমঝোতা করতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লিতে পৌঁছেছেন জয়ন্ত চৌধুরী (Jayant Chowdhury)।
সূত্রের খবর, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে উত্তরপ্রদেশের আসন বণ্টন নিয়ে আলোচনাতেও বসেছিলেন জয়ন্ত চৌধুরী। শোনা যাচ্ছে অখিলেশ যাদব আরএলডিকে সাতটি আসন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। যদিও আরএলডি প্রধান বিজেপির দিকেই বেশি ঝুঁকে। বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে আলাপ আলোচনাও শুরু হয়ে গেছে বলে খবর।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর, প্রাথমিকভাবে আরএলডি-র সাথে চারটি আসনের রফা করেছে গেরুয়া শিবির। বিভিন্ন মিডিয়া সূত্রে খবর, আসন্ন নির্বাচনে কাইরানা, বাঘপাত, মথুরা এবং আমরোহা- এই চারটি আসন জয়ন্ত চৌধুরীর হাতে তুলে দেবে বিজেপি। খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
আরও পড়ুন : ‘আর কিছুই পাবেনা…’, প্রাথমিক মামলায় কাঠগড়ায় ‘ইডি’, তদন্তে সন্দেহ প্রকাশ বিচারপতি সিনহার
এমন পরিস্থিতিতে জেডিইউ-র পর যদি আরএলডি-ও এনডিএ জোটে নাম লেখায় তাহলে তা ‘ইন্ডিয়া’ জোটের জন্য বড় ধাক্কা হবে। যদিও আরএলডি শীর্ষ নেতৃত্ব এখনও এই বিষয়ে কোনও অফিশিয়াল বিবৃতি দেয়নি। সূত্রের খবর, আগামি ১২ ফেব্রুয়ারি ছি প্রসঙ্গে সিদ্ধান্ত চূড়ান্ত করবে আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী।
আরও পড়ুন : নানুরে ধুন্ধুমার কাণ্ড, কেষ্ট অনুগামীকে মারধর, দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা কাজল অনুগামীদের
উল্লেখ্য, এই গুজব সত্যি হলে তার সম্পূর্ণ লাভ ওঠাতে সক্ষম হবে বিজেপি। রাজনৈতিক কারবারিদের মতে, জাট অধ্যুষিত হরিয়ানা, উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকা নিয়ে খানিকটা চিন্তা মুক্ত হতে পারবে বিজেপি। আরএলডির পাশাপাশি তৃণমূলের কাজকর্মও খুব একটা সুবিধার ঠেকছেনা রাজনৈতিক বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেসের সাথে তৃণমূলের কোনও যোগসূত্র নেই। যদিও এরপরেও রাহুল গান্ধী জানিয়েছেন, ‘মমতা ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য অংশ।’