বাংলা হান্ট ডেস্ক: সামনেই পুজো। আর পুজো আসার আগে বা পুজোর সময় যদি মুখে লালচে ধরনের গোটা ওঠে, তাহলে সাজের পুরো বারোটা বেজে যায়। পাশাপাশি এই ব্রণ’র থেকে মুক্তি পেতে আজকাল বাজারে নানান ধরনের ক্রিম পাওয়া (Skin Care)।
সেই সমস্ত ক্রিম মেখে সাময়িক উপকার পাওয়া গেলেও। পরে এর থেকে নানান ধরনের সমস্যা দেখা যায়। তাই চিকিৎসকদের মতে বাজার থেকে কিনে নিয়ে আসা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করার থেকে বাড়িতে থাকা সামান্যই উপকরণে আপনি পাবেন ব্রণ’র সমস্যা থেকে উপকার।
ব্রণ শুকিয়ে আনতে দারুণ কার্যকর আদা (Skin Care)
রান্নার অবিচ্ছেদ্য অংশ হল আদা। নিরামিষ হোক বা আমি বিনা আদায় রান্নার স্বাদ একেবারেই মনের মত হয় না। তবে আদার ভূমিকা যে শুধুমাত্র হেসেলের মধ্যে সীমাবদ্ধতা কিন্তু নয়। সর্দি কাশি কমাতে আদার ভূমিকা গুরুত্বপূর্ণ। আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, সবই এই তালিকায় অন্তর্ভুক্ত। এ সবের উপকারিতা যে অঢেল, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: বারাণসী ভ্রমনে শুধুই ঘাট নয়, ঘুরে দেখুন অপূর্ব এই ৪ দর্শনীয় স্থান, হবেন মুগ্ধ
ঠিক যেমন আদা। পেটের সমস্যা হোক বা বদহজম, ব্লাড সুগারের মাত্রাবৃদ্ধি হোক বা দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা, সবেতেই কার্যকরী এটি। এছাড়াও আপনার যদি ব্রণর সমস্যা (Skin Care) থাকে তাহলেও আপনি ব্যবহার করতে পারেন আদা। কিন্তু কিভাবে ব্যবহার করবেন, তা আজকের প্রতিবেদনে বলা হল।
আদার ফেস মাস্ক: ১ টেবিল চামচ আদার রস,২ টেবিল চামচ গোলাপ জল ও আধ টেবিল চামচ মধু একটি পাত্র মেশান। এরপর ওই মিশ্রণটি ভালোভাবে মুখে মাখন। মিনিট করে রেখে নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুদিন করে করলে আপনি উপকৃত হবেন।
আদার শট: ১ চামচ আদার রস, এক টেবিল লেবুর রস, ১ চামচ মধু ও ১/৪ চামচ গোলমরিচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে খেয়ে নিন। এতে উপকার পাবেন আপনি।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)