বাংলা হান্ট ডেস্ক: অবশেষে ভারতে আসতে চলেছে চ্যাট-জিপিটি। ২২ অগস্ট চ্যাট-জিবিটির প্রস্তুতকারক ওপেন-এআই (Open AI) এই বিষয়ে এক প্রকার নিশ্চিত করেছে। ভারতে তরুণ প্রজন্মের এআই (AI) ব্যবহারের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। তাই এই ব্যবহারের উপর নির্ভর করে ভারতে এবার খুলতে চলেছে চ্যাট-জিবিটির অফিস।
ভারতীয় বাজারকে গুরুত্ব দিতেই বড় পদক্ষেপ ওপেন-এআইয়ের (Open AI)
ব্যবহারকারীর সংখ্যা নিয়ে বিচার করলে সারা বিশ্বে চ্যাট-জিবিটির দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতে। এমনকি গত বছরের তুলনায় এ বছর সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় চার গুণ। তাই ভারতের বাজারের উপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় (Open AI)। কিন্তু কোথায় অফিস খুলছে।
আরও পড়ুন: পুজোর আগে মুখে হঠাৎ ব্রণ উঠেছে! কেমিক্যাল প্রোডাক্ট না মেখে, ব্যবহার করুন হেঁশেলের এই উপকরণটি
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই অফিস দিল্লিতে (Delhi) খোলা হবে। তবে এই দেশের অফিস খোলায় ওপেন-এআই (Open AI) এর দ্রুত বর্ধনশীল যে গ্রাহক ভিত্তি তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। সংস্থা তরফ থেকে বিবৃতিতে সেই রকমই জানানো হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে সারাদেশে চ্যাট-জিবিটির চাহিদা প্রচুর। চ্যাট-জিবিটির (Chat GPT) মাধ্যমে ইতিমধ্যে পরিচালিত হচ্ছে কৃষি পরিষেবা। এছাড়াও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে এর অবদান অনস্বীকার্য।
এই প্রসঙ্গে, ওপেন এআই (Open AI) জানিয়েছে, ভারতে তাদের বিভিন্ন পদে সক্রিয়ভাবে নিয়োগ শুরু করেছে। এছাড়াও নতুন তাদের কি কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে আগামীতে ঘোষণা করা হবে।