রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ার জন্য শুরু হয়েছে “Bronco টেস্ট”! বিস্ফোরক দাবি মনোজ তিওয়ারির

Published on:

Published on:

What did Manoj Tiwary say about the Bronco Test.

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ফিটনেসের জন্য শীঘ্রই ব্রঙ্কো টেস্ট চালু হতে চলেছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই প্রত্যেক খেলোয়াড় দলে জায়গা করে নিতে পারবেন। ঠিক এই আবহেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) এই টেস্ট সম্পর্কে এমন একটি প্রতিক্রিয়া দিয়েছেন যেটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

কী জানিয়েছেন মনোজ (Manoj Tiwary):

মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দাবি, রাগবি-ধাঁচের ব্রঙ্কো টেস্ট চালু করার সিদ্ধান্ত আসলে রোহিত শর্মার মতো খেলোয়াড়দের দলের বাইরে রাখার চেষ্টা। বর্তমানে রোহিত শর্মার বয়স ৩৮ বছর এবং তিনি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। কিন্তু ব্রঙ্কো টেস্টে তিনি ব্যর্থ হলে, তাঁর দলে জায়গা পাওয়া কঠিন হবে।

What did Manoj Tiwary say about the Bronco Test.

সম্প্রতি মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ক্রিকট্র্যাকারের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ব্রঙ্কো টেস্ট ODI অধিনায়ক রোহিত শর্মার জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। তিনি স্পষ্ট জানান, “২০২৭ সালের বিশ্বকাপ পরিকল্পনা থেকে বিরাটকে বাদ দেওয়া কঠিন হবে। কিন্তু আমার সন্দেহ যে রোহিতকে এই পরিকল্পনায় খুব একটা অন্তর্ভুক্ত করা হবে না। কারণ ভারতীয় ক্রিকেটে আমি এটাই দেখছি। আমার বিশ্বাস, কিছুদিন আগে শুরু হওয়া ব্রঙ্কো টেস্টটি রোহিত শর্মার মতো খেলোয়াড়দের বাদ দেওয়ার জন্য এবং টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতে যাদের দলের অংশ হতে চায় না, তাদের জন্য।”

আরও পড়ুন: ঘোর বিপদের সম্মুখীন পাকিস্তান! ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন ৫ পাক সেনা, আহত ১৭ জন

মনোজ তিওয়ারি জানান, “ব্রঙ্কো টেস্ট সবচেয়ে কঠিন ফিটনেস টেস্টগুলির মধ্যে একটি। কিন্তু প্রশ্ন হল কেন এটি এখন চালু করা হচ্ছে। যখন নতুন হেড কোচ প্রথম সিরিজ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন, তখন কেন এটি চালু করা হয়নি? এটা কার পরিকল্পনা? কে এটা শুরু করেছে, কিছুদিন আগে এই পরীক্ষাটি কে লাগু করেছে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কিন্তু যদি আমরা দেখি, রোহিত যদি তাঁর ফিটনেসের ওপর কঠোর পরিশ্রম না করেন, তাহলে তাঁর জন্য এটা কঠিন হয়ে যাবে। আর আমার মনে হয় ব্রঙ্কো টেস্টে তাঁকে থামানো হবে।”

আরও পড়ুন: হত্যালীলা চালিয়ে শোকপ্রকাশ! গাজার হাসপাতালে সাংবাদিক-চিকিৎসক সহ ২০ জনের মৃত্যুতে “দুঃখিত” নেতানিয়াহু

ব্রঙ্কো টেস্ট কী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্রঙ্কো টেস্ট হল রাগবিতে ব্যবহৃত একটি ফিটনেস পরীক্ষা। এটিকে ইয়ো-ইয়ো পরীক্ষার চেয়েও কঠিন বলে মনে করা হয়। ব্রঙ্কো টেস্টে ২০ মিটার, ৪০ মিটার এবং ৬০ মিটারের বেশ কয়েকটি শাটল দৌড় অন্তর্ভুক্ত থাকে। যা খেলোয়াড়দের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। ভারতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ অ্যান্ড্রু লি রু এই পরামর্শ দিয়েছিলেন। কারণ তিনি চান ফাস্ট বোলার এবং অন্যান্য খেলোয়াড়রা জিমে যাওয়ার চেয়ে দৌড়নোর ওপর বেশি মনোযোগ দিক।