ভোটের আগে নয়া চমক! এবার বাংলা ভাগ্যেও জুটতে পারে নতুন ট্রেন, দেখুন কোন রুটে চলবে এক্সপ্রেসটি

বাংলাহান্ট ডেস্ক : যত সময় গেছে ততই বিস্তার লাভ করেছে ভারতীয় রেল। বর্তমানে দেশের প্রায় প্রতিটি কোণায় রেলওয়ে নেটওয়ার্ক পৌঁছেছে। বালুরঘাট শহরে প্রথমবারের জন্য দূরপাল্লার ট্রেন পরিষেবা শুরু হয় ২০০৪ সালে। তবে বর্তমানে পাঁচ ছয়টি দূরপাল্লার ট্রেন চলাচল করে বালুরঘাট থেকে। কিন্তু রাতে বালুরঘাট থেকে উত্তরবঙ্গগামী কোনও ট্রেন নেই।

বালুরঘাট ও শিলিগুড়ির মধ্যে একটি ইন্টারসিটি এক্সপ্রেস চলাচল করে বর্তমানে। তাই অনেকদিন ধরেই দাবি উঠেছিল বালুরঘাট থেকে রাতে উত্তরবঙ্গগামী ট্রেন চালানোর। বালুরঘাট অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলায়। সীমান্ত পার্শ্ববর্তী এই জেলার রেল নেটওয়ার্ক খুব একটা উন্নত নয়। রেলের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আগামী দিনে এই স্টেশনকে আরো উন্নত করার।

আরোও পড়ুন : সাক্ষী থাকল ইতিহাস! গঙ্গার নীচে হু হু করে ছুটল মেট্রো, কত স্পিড উঠল জানলে হাঁ হয়ে যাবেন

সম্প্রসারণের কাজ চলছে হিলি বালুরঘাট রেল লাইনের। এছাড়া অমৃত ভারত প্রকল্পের আওতায় বালুরঘাট স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাট স্টেশনের পিট ও সিক লাইন পরিদর্শন করেন গত মঙ্গলবার। কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার পরিদর্শনের সময় জানান, পরিকল্পনা করা হচ্ছে রাতে বালুরঘাট থেকে গুয়াহাটি রুটে একটি ট্রেন চালানোর।

train new 1

এই সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে রেল বোর্ডের কাছে। এর আগে রেলমন্ত্রীর কাছে এই ট্রেন চালানোর দাবি তুলেছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মনে করা হচ্ছে এক মাসের মধ্যে রেল বোর্ডের সবুজ সংকেত মিলতে পারে।বালুরঘাট-গুয়াহাটি রুটে ট্রেন চালানোর ব্যাপারে। লোকসভা নির্বাচনের আগেই বালুরঘাটে আরো একটি দূরপাল্লার ট্রেন চালু হতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর