অর্থসংকট কাটাতে মাথায় রাখুন আকাশের মেঘের এই গুণ! উপায় বাতলে দিয়েছেন স্বয়ং চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিক। আজও বহু মানুষ আচার্য চাণক্যর নীতি অনুসরণ করেন। রাজনীতি থেকে অর্থশাস্ত্র, সব বিষয়ে আচার্য চাণক্যর জ্ঞান ছিল চোখে পড়ার মতো। চাণক্যর নীতিশাস্ত্রের বইতে এমন বহু কথা উল্লেখ রয়েছে যেখানে মানুষের জীবন শৈলী সম্পর্কে ধারণা পাওয়া যায়।

চাণক্যের নীতি শাস্ত্রের বইয়ে এমন কিছু নিয়মের কথা বলা রয়েছে যেগুলি পালন করলে জীবন থেকে দুঃখ-দুর্দশা দূর হয়ে যাবে। একজন ব্যক্তির কেমন ভাবে জীবন যাপন করা উচিত তার স্পষ্ট ধারণা পাওয়া যাবে চাণক্য নীতির অষ্টম অধ্যায়ে উল্লিখিত পঞ্চম শ্লোকে। এই নীতি মেনে চললে একজন ব্যক্তি ধনবান হতে পারে। চাণক্য বলে গেছেন, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি অর্থ প্রদান করেন একজন গুণী ও যোগ্য ব্যক্তিকে।

আরোও পড়ুন : এবার আইটি পার্ক তৈরি হবে কার্শিয়াংয়ে! এক ধাক্কায় মিলবে হাজার হাজার কর্মসংস্থান

যে ব্যক্তি অধর্মের রাস্তায় চলেন তাকে কখনোই টাকা ধার দেওয়া উচিত নয়। এই বিষয়টি আচার্য চাণক্য একটি সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝিয়ে গেছেন। চাণক্য বলছেন, সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘে পরিণত হয় এবং সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে। সেই বৃষ্টির জল ঠান্ডা করে পৃথিবীকে। সেই কারণেই  পৃথিবী রক্ষা পায় এবং সমুদ্রের জলস্তর পুনরায় বেড়ে ওঠে।

chanakya

তাই দক্ষ ও ধনী ব্যক্তিদের সব সময় অর্থ প্রদান করা উচিত বুদ্ধিমান ব্যক্তিদের। একজন উপযুক্ত মানুষকে যদি অর্থ প্রদান করা হয় তাহলে সেই অর্থ তিনি মানবজাতির কল্যাণে কাজে লাগাবেন। এভাবে অসৎ মানুষকে টাকা ধার দেওয়া বন্ধ হলে আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারবেন এবং ধনবান হয়ে উঠতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর