ভারতে কবে থেকে পাওয়া যাবে iPhone 17, কতগুলো সিরিজ থাকছে? চমক দিয়ে সামনে বড় আপডেট

Published on:

Published on:

iPhone 17 Series how many models are being introduced in the iPhone 17 at once possible list published

বাংলা হান্ট ডেস্ক: শেষ কিছু বছর ধরে আইফোনের ব্যবসা রমরমা চলছে। নতুন প্রজন্মের অধিকাংশ মানুষের কাছে এখন আইফোন দেখতে পাওয়া যায়। পাশাপাশি যারা টেকনলজি ভালোবাসে তারাও এই ফোন নিয়ে ভীষণ উৎসুক থাকেন। এবার টেকনোলজি ভালোবাসার মানুষদের জন্য সুখবর। অবশেষে সামনে এল আইফোন ১৭ (iPhone 17 Series) সিরিজের মধ্যে লঞ্চের তারিখ ।

একসঙ্গে কতগুলো মডেল আনছে আইফোন ১৭, প্রকাশিত সম্ভাব্য লিস্ট (iPhone 17 Series)

অবশেষে প্রকাশ্যে এল আইফোন ১৭ (iPhone 17 Series) এর লঞ্চের তারিখ। সম্ভবত আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অ্যাপেল (Apple park) পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে Apple-এর বহু প্রতীক্ষিত বার্ষিক ইভেন্ট। এই সিরিজের মধ্যে লঞ্চ হতে চলেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একদম নতুন আইফোন ১৭ এয়ার মডেল।

সম্ভবত ভারতে ১৯ সেপ্টেম্বর থেকে এই ফোন কিনতে পারা যাবে। তবে ১২ সেপ্টেম্বর থেকে শুরু করা যাবে প্রি-অর্ডার। এই ইভেন্টে পর্দা সরানো হবে নতুন আইফোনের ওপর থেকে। যদিও অ্যাপেল মিডিয়াকে ইভেন্টে আসার জন্য ইনভাইট লেটার পাঠানো শুরু করে দিয়েছে। সেই ইনভাইট লেটারে লেখা রয়েছে একটি আকর্ষণীয় ট্যাগলাইন। যা হল- “Awe dropping”। প্রতিবছর সেপ্টেম্বরে নতুন iphone লঞ্চ করা হয়। তাই বলার অপেক্ষা রাখে না ওইদিনই বাজারে পা রাখতে চলেছে আইফোন ১৭ নতুন সিরিজটি।

iPhone 17 Series how many models are being introduced in the iPhone 17 at once possible list published

আরও পড়ুন: অল্প সময়ে, সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ‘সুজির কাটলেট’, জানুন চটপট রেসিপিটি

প্রসঙ্গত, স্টিভ জবস থিয়েটারে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে, যা শুরু হবে ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। এই ইভেন্টে আইফোন ১৭ সিরিজ (iPhone 17 Series) ছাড়াও নতুন অ্যাপল ওয়াচ (Apple Watch) সহ আরও কিছু ডিভাইস লঞ্চ হবে। এছাড়া অ্যাপল নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ফিচার সম্পর্কে ধারণা দিতে পারে।

এছাড়াও এই নতুন সিরিজে প্রো মডেল গুলিতে ক্যামেরা আরো উন্নত হবে। পাশাপাশি দ্রুতগতিতে কাজ করার জন্য এ ১৯ বায়োনিক চিপ থাকবে। এছাড়াও ইউজাররা পাশাপাশি পাবেন IOS 26-এর সাপোর্ট। এবং নেক্সট জেনারেশন AI ফিচারের সাপোর্ট পাবেন।