বাংলা হান্ট ডেস্ক : নির্মল ভারত থেকে স্বচ্ছ ভারত অভিযান (Swachh Bharat Abhijan), কেন্দ্র থেকে বারবার স্বচ্ছতার কথা বলা হচ্ছে। দেশের রাস্তাঘাট থেকে নোংরা, ময়লা দূর করে এক পরিস্কার পরিছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দিচ্ছে ভারত সরকার (Government Of India)। যদিও আমাদের চারপাশের দিকে তাকালে বেশ হতাশই হতে হবে। বিশেষ করে নোংরা শহরের কথা বললে দশে দশ পাবে আমাদের পশ্চিমবঙ্গ (West Bengal)।
কিছুদিন আগেই দেশের ৪,৪৭৭টি শহরের মধ্যে সমীক্ষা চালিয়েছিল সরকার। মোট আটটি প্যারামিটারর ভিত্তি করে প্রকাশ করা হয়েছিল ফলাফল। বর্জ্য উৎপাদন বনাম প্রক্রিয়াকরণ, আবাসিক এলাকার পরিচ্ছন্নতা, বাজার, জলাশয় এবং পাবলিক টয়লেটের পরিষ্কার পরিছন্নতা ইত্যাদির উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়েছিল শহরগুলিকে। জেনে অবাক হবেন যে, এই ৪,৪৭৭টি শহরের মধ্যে সবচেয়ে নোংরা শহর হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গের ১০টি শহরের নাম।
একদিকে যেখানে মধ্যপ্রদেশের সমস্ত প্যারামিটারে ১০০ শতাংশ নম্বর নিয়ে দেশের সবচেয়ে পরিষ্কার শহরের তকমা পেয়েছে সেখানে বাংলার হাওড়া, বিধাননগরের (Bidhannagar) নামের আগে বসেছে ‘Dirtiest City’র খেতাব। যারমধ্যে বিধাননগরের অবস্থা তো কহতব্য নয়। সম্প্রতি দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে সমস্ত প্যারামিটারে বিধাননগরের প্রাপ্ত নম্বর দেওয়া আছে।
আরও পড়ুন : ‘মন্ত্রীগুলোকে ডাক, সব মূর্খ’, ভরা মঞ্চেই কুকথা অনুকূল ঠাকুরের পুতির! মাতাল বলে কটাক্ষ নেটিজেনদের
এই প্রতিবেদন অনুযায়ী বিধাননগর বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণে প্রাপ্ত নম্বর শূন্য। উৎস পৃথকীকরণ এবং পাবলিক টয়লেটের পরিষ্কার-পরিচ্ছন্নতার নম্বর যথাক্রমে ১৫ এবং ২৪। তুলনামূলক ভালো নম্বর রয়েছে আবাসিক এলাকা, বাজার এবং জলাশয়গুলিতে পরিচ্ছন্নতার মত প্যারামিটারগুলিতে। যদিও এই দাবি মানতে রাজি নন মেয়র ফিরহাদ হাকিম। তার কথায়, ‘প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট এবং পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা বেসরকারি করে দেওয়ার জন্যই এসব লেখা হচ্ছে।’
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!