বাংলা হান্ট ডেস্ক: ফুসফুসে ক্যান্সার মানে সবার আগে মনে করা হয় সেই ব্যক্তি হয়তো দীর্ঘদিন ধরে ধূমপানের সাথে যুক্ত ছিলেন (Health)। কিন্তু ধূমপান মানেই যে ফুসফুসের ক্যান্সার হচ্ছে সেই ভ্রান্তি কিন্তু একেবারেই ভুল। সম্প্রতি এক গবেষণা বলা হয়েছে, ধূমপান না করেও বিপুল মানুষ এই মারাত্মক রোগের শিকার হচ্ছে। চিকিৎসকদের মতে, সময় থাকতে এই বিষয়ে সতর্ক হতে হবে। পাশাপাশি উপসর্গ অবহেলা করলে ঘনি আসতে পারে বিপদ। তাই আগের থেকে প্রাথমিক লক্ষণ গুলি বিষয় সচেতন থাকা একান্তই জরুরী।
অচেনা উপসর্গেই লুকিয়ে রয়েছে ফুসফুসের ক্যান্সার, ধূমপান না করলেও সতর্ক হোন এক্ষুনি (Health)
সময় যত এগোচ্ছে, তত বাড়ছে ক্যান্সারে (Cancer) আক্রান্ত রোগীর সংখ্যা। বয়স লিঙ্গ নির্বিশেষে ক্যান্সার থাবা বসাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে ২৫ % রোগী ফুসফুসে ক্যান্সারে (Lungh Cancer) আক্রান্ত হন। এমনকি এটাও দেখা গিয়েছে যে, হয়তো অনেক ব্যক্তি আছেন যারা ধূমপান করেন না। তবুও তাদের ফুসফুসে ক্যান্সার (Lung Cancer) ধরা পড়েছে। এই বিষয়ে গবেষকরা জানাচ্ছেন মূলত পরিবেশ দূষণ, কারখানাও বাড়ির ক্ষতিকারক রাসায়নিক ধোঁয়া থেকে এই ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। এছাড়াও বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগ দ্রুত ছড়াচ্ছে। এমনকি এশিয়ান দেশ গুলিতে এর হার বেশি (Health)।
আরও পড়ুন: বাড়িতে চালের কৌটোয় বারবার “আক্রমণ” করছে পোকা? এই টিপসগুলি মানলেই মুহূর্তের মধ্যে হবে গায়েব
প্রাথমিক কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন?
শুকনো কাশি: ফুসফুসের ক্যান্সারে (Lung Cancer) আক্রান্তের অন্যতম উপসর্গ হল কাশি। যদি আপনার তিন মাস টানা কাশি হতে থাকে। তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন। আবার অনেক সময় গলার স্বর ভেঙ্গে যায়। এটিও ফুসফুসের ক্যান্সারের অন্যতম লক্ষণ (Lungh Cancer Symptoms)।
বুকে ব্যথা বা অস্বস্তি: ক্রমাগত বুকে ব্যথা অথবা শ্বাস কাটতে অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এছাড়াও বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ শোনা গেলে ডাক্তার দেখান।
সহজে ক্লান্তি বোধ: সামান্য কিছু কাজ করার পর শরীরে (Health) যদি বারবার ক্লান্তি বোধ আসে তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
কফের সঙ্গে রক্ত: অনেক সময় কাশির সাথে সাথে কফ ওঠে। এবার কফের মধ্যে যদি রক্ত থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)