LPG-র দাম থেকে শুরু ATM থেকে টাকা তোলার নিয়ম! ১ সেপ্টেম্বর থেকে এই ৫ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের নবম মাস সেপ্টেম্বর প্রায় উপস্থিত। এই মাসের মাধ্যমে শুরু হতে চলেছে উৎসবের মরশুম। এদিকে, সেপ্টেম্বরের শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে (Rules Change) ঘটতে চলেছে পরিবর্তন। যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। LPG-র দাম থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা বিভিন্ন ক্ষেত্রেই আসছে নতুন নিয়ম। যেগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেই রকমই ৫ টি নিয়মের প্রসঙ্গ উপস্থাপিত করছি যেগুলি আগামী মাস থেকেই লাগু হতে চলেছে।

 আগামী ১ সেপ্টেম্বর থেকে একাধিক নিয়মে (Rules Change) হচ্ছে পরিবর্তন:

১. রুপোর ক্ষেত্রে বাধ্যতামূলক হবে হলমার্কিং: এখনও পর্যন্ত শুধুমাত্র সোনার ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক ছিল। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে সরকার রুপোর ক্ষেত্রেও এই নিয়ম (Rules Change) কার্যকর করতে চলেছে। এর অর্থ হল, এখন আপনি রুপোর যে গয়না বা পণ্য কিনবেন না কেন, তা নির্ধারিত মান এবং বিশুদ্ধতার সঙ্গে পাওয়া যাবে। এর ফলে গ্রাহকেরা জালিয়াতির হাত থেকে রক্ষা পাবেন। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন যে এই নিয়ম রুপোর দামের ওপর প্রভাব ফেলতে পারে। এমতাবস্থায়, আপনি যদি রুপোয় বিনিয়োগের কথা ভেবে থাকেন সেক্ষেত্রে আপনাকে নতুন দামের ওপর নজর রাখতে হবে।

২. SBI-র কার্ড হোল্ডারদের ওপর চার্জ বৃদ্ধি: ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড ব্যবহারকারীদের আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম অনুসরণ করতে হবে। যদি অটো-ডেবিট ব্যর্থ হয়, সেক্ষেত্রে ২ শতাংশ জরিমানা আরোপ করা হবে। এর পাশাপাশি, আন্তর্জাতিক লেনদেন এবং জ্বালানি ক্রয়ের ক্ষেত্রেও আরও চার্জ দিতে হবে। অনলাইন কেনাকাটার জন্য প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্টের মূল্যও হ্রাস পেতে পারে। এর অর্থ হল, এখন প্রতিটি ব্যয় অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। অন্যথায় এটি পকেটে অতিরিক্ত বোঝা চাপাতে পারে।

Multiple rules change are happening since September.

৩. LPG সিলিন্ডারের নতুন দাম: প্রতি মাসের মতো, আগামী ১ সেপ্টেম্বর তেল কোম্পানিগুলি LPG সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করবে। এই দামগুলি আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম এবং কোম্পানির ক্যালকুলেশনের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। এমতাবস্থায়, LPG-র দাম বৃদ্ধি পেলে তার প্রত্যক্ষভাবে প্রভাবিত করে সাধারণ মানুষকে।
তাই, এবারও গ্রাহকরা LPG-র দামের দিকে নজর রাখছেন।

আরও পড়ুন: আরোপ করা শুল্ক “অবৈধ”! নিজের দেশের আদালতই ঝটকা দিল ট্রাম্পকে, সঙ্কটের মুখে মার্কিন অর্থনীতি

৪. ATM থেকে টাকা তোলা ব্যয়বহুল হয়ে উঠবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, একাধিক ব্যাঙ্ক আগামী সেপ্টেম্বর থেকে ATM-এ লেনদেনের জন্য নতুন নিয়ম বাস্তবায়ন (Rules Change) করছে। এক্ষেত্রে নির্ধারিত লিমিটের বেশি টাকা তোলা হলে গ্রাহকদের উচ্চ চার্জ দিতে হবে। আসলে, ব্যাঙ্কিং সেক্টরের মনোযোগ এখন ডিজিটাল লেনদেনের প্রচারের ওপর রয়েছে। তাই প্রয়োজন না হলে বারবার ATM থেকে টাকা না তোলাই শ্রেয়।

আরও পড়ুন: শুরু এশিয়া কাপের প্রস্তুতি! অথচ, টিম ইন্ডিয়ার এই ৫ খেলোয়াড় যাচ্ছেন না দুবাই, কারণ জানাল BCCI

৫. FD-র ক্ষেত্রে সুদের হারে পরিবর্তন: আগামী সেপ্টেম্বর মাস থেকে একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার পর্যালোচনা (Rules Change) করতে চলেছে। বর্তমানে, বেশিরভাগ ব্যাঙ্ক ৬.৫ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। কিন্তু বাজারে চর্চা চলছে যে ভবিষ্যতে সুদের হার কমতে পারে। এমন পরিস্থিতিতে যাঁরা FD করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া লাভজনক হতে পারে।