স্টাইলিশ লুক, হাইটেক ফিচার্স! Maruti Suzuki লঞ্চ করল নতুন SUV “Victoris”, অবাক করবে দাম

Published on:

Published on:

Maruti Victoris launched, price will surprise you.

বাংলা হান্ট ডেস্ক: গাড়ি প্রেমীদের জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে মারুতি সুজুকি ইন্ডিয়া ভারতীয় বাজারে তাদের নতুন মিডসাইজ ভিক্টোরিস (Maruti Victoris) SUV লঞ্চ করেছে। এই SUV-টি মোট ৬ টি ট্রিমে উপলব্ধ হবে। সেগুলি হল LXI, VXI, ZXI, ZXI(O), ZXI+ এবং ZXI+(O)। এই SUV-টি মারুতি সুজুকি এরিনা ডিলারশিপ নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করা হবে। ২০২৩ সালের গ্র্যান্ড ভিটারার পরে, ভিক্টোরিস জনপ্রিয় মিডসাইজ SUV সেগমেন্টে কোম্পানির দ্বিতীয় প্রতিযোগী। এদিকে, মারুতি সুজুকি ভিক্টোরিস হুন্ডাই ক্রেটা থেকে শুরু করে কিয়া সেলটোস, টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার, এমজি অ্যাস্টর, হোন্ডা এলিভেট এবং মারুতির গ্র্যান্ড ভিটারার সঙ্গে প্রতিযোগিতা করবে।

লঞ্চ হয়ে গেল মারুতি ভিক্টোরিস (Maruti Victoris):

মারুতি ভিক্টোরিসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র:
* ভিক্টোরিসে একটি নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখা যাবে। যা আসন্ন মারুতি সুজুকি ই-ভিটারা ইলেকট্রিক SUV থেকে অনুপ্রাণিত। সামনের দিকে, ভিক্টোরিসে (Maruti Victoris) ক্রোম স্ট্রিপ রয়েছে। এছাড়াও, গ্রিল কভারের সঙ্গে মোটা প্লাস্টিকের ক্ল্যাডিং এবং একটি সিলভার স্কিড প্লেটের সঙ্গে বড় বড় LED হেডলাইট সংযুক্ত রয়েছে। এই SUV-র সাইডে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল, কালো রঙের পিলার, সিলভার রুফ রেল এবং আরও বর্গাকার বডি ক্ল্যাডিং রয়েছে। পেছনে একটি সেগমেন্টেড LED লাইট বার এবং “VICTORIS” লেখা স্পষ্টভাবে দৃশ্যমান রয়েছে।

Maruti Victoris launched, price will surprise you.

* ভিক্টোরিসের (Maruti Victoris) ইন্টেরিয়রের বিষয়ে জানাতে গেলে বলতে হয় এটি টেক ফোকাসড ড্যাশবোর্ড ডিজাইনের কারণে গ্র্যান্ড ভিটারার থেকে বেশ আলাদা। ড্যাশবোর্ডের ওপরে একটি বড় ১০.২৫-ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন রয়েছে। ডানদিকে রয়েছে একটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং একটি থ্রি-স্পোক স্টিয়ারিং হুইল। উল্লেখ্য যে, মারুতির এই ভিক্টোরিয়াস SUV-তে সহজেই ৫ জন যাত্রী বসতে পারবেন।

আরও পড়ুন: ট্রাম্পের সমগ্র পরিকল্পনায় জল ঢাললেন পুতিন! আরও সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত

মারুতি ভিক্টোরিসের ফিচার্স: এই SUV-তে একাধিক দুর্ধর্ষ ফিচার্স উপলব্ধ রয়েছে। ভিক্টোরিসে (Maruti Victoris) ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো থেকে শুরু করে ডলবি অ্যাটমোসের সঙ্গে ৮-স্পিকার সাউন্ড সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অ্যাম্বিয়েন্ট লাইটিং, কানেক্টেড কার টেকনোলজি, লেদারেটের আপহোলস্ট্রী, স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জার, ৮-ওয়ে ইলেক্ট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, হেড-আপ ডিসপ্লে, কেবিন এয়ার ফিল্টার, পাওয়ার্ড টেলগেট এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে।

মারুতি ভিক্টোরিসের সেফটি ফিচার্স: ভিক্টোরিসের (Maruti Victoris) সেফটি প্যাকেজে স্ট্যান্ডার্ড হিসেবে ৬ টি এয়ারব্যাগ থেকে শুরু করে EBD সহ ABS, ট্র্যাকশন কন্ট্রোল, ব্রেক অ্যাসিস্ট, হিল হোল্ড কন্ট্রোল, ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কোরেজ এবং অন্যান্য ফিচার্স অন্তর্ভুক্ত রয়েছে। এর হায়ার ভেরিয়েন্টগুলিতে মারুতি মডেলে প্রথমবারের মতো ৩৬০-ডিগ্রি ক্যামেরা, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং লেভেল ২ ADAS রয়েছে। উল্লেখ্য যে, ভিক্টোরিস ভারত NCAP ক্র্যাশ সেফটি রেটিংয়ে ৫ স্টার পেয়েছে।

আরও পড়ুন: একটি ফোন কল… IPL থেকে অবসর নেওয়ার পরেই ঘটল চমক, এই দেশ থেকে “অফার” পেলেন অশ্বিন

উন্নত ADAS লেভেল ২ সেফটি মিলবে: এই SUV (Maruti Victoris)-তে নিরাপত্তা আরও জোরদার করার জন্য, ADAS লেভেল ২ প্রযুক্তি প্রদান করা হয়েছে। যেখানে অনেক স্মার্ট বৈশিষ্ট্য রয়েছে। যার মধ্যে রয়েছে অটোমেটিক ইমার্জেন্সি ব্রেক, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল (কার্ভ স্পিড রিডাকশন সহ), লেন কিপ অ্যাসিস্ট, হাই বিম অ্যাসিস্ট, রিয়ার ক্রস ট্র্যাফিক অ্যালার্ট এবং ব্লাইন্ড স্পট মনিটরসহ লেন চেঞ্জ অ্যালার্ট অন্তর্ভুক্ত রয়েছে।

মারুতি ভিক্টোরিস ইঞ্জিনের অপশন: জানিয়ে রাখি যে, ভিক্টোরিস (Maruti Victoris) প্রায় গ্র্যান্ড ভিটারার মতোই। এই SUV-তে ৩ টি প্রধান পাওয়ারট্রেন অপশন রয়েছে। প্রথমটি হল ১০৩ hp ক্ষমতা বিশিষ্ট ১.৫-লিটারের ৪-সিলিন্ডার মাইল্ড হাইব্রিড পেট্রোল ইঞ্জিন। দ্বিতীয়টি হল ১১৬ hp ক্ষমতা বিশিষ্ট ১.৫ লিটারের ৩ সিলিন্ডার স্ট্রেংথ হাইব্রিড সেটআপ এবং তৃতীয়টির ক্ষেত্রে ৮৯ hp শক্তি সহ ১.৫-লিটারের পেট্রোল-CNG বিকল্প। এটি লক্ষণীয় যে মারুতি সুজুকি CNG ট্যাঙ্কটি আন্ডারবডিতে স্থানান্তর করেছে। যেটি বুট স্পেসে অনেক জায়গা প্রদান করে। গিয়ারবক্স বিকল্পগুলির মধ্যে রয়েছে পেট্রোল ইঞ্জিনের জন্য একটি ৫-স্পিড ম্যানুয়াল এবং একটি ৬-স্পিড টর্ক কনভার্টার অটো, স্ট্রং হাইব্রিডের জন্য e-CVT এবং CNG ভেরিয়েন্টের জন্য ৫-স্পিড ম্যানুয়াল অন্তর্ভুক্ত। ভিক্টোরিসে অল-হুইল ড্রাইভের অপশনও পাওয়া যাবে। একই সঙ্গে, এটি ফুল ট্যাঙ্কে ১,২০০ কিমি মাইলেজ দিতে পারে। উল্লেখ্য যে, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মারুতি ভিক্টোরিস SUV-র দাম ২৫.৫১ লক্ষ টাকা থেকে ২৯.২২ লক্ষ টাকা।