বাংলা হান্ট ডেস্ক : যে কোনও নির্বাচনেই তারকাদের ফ্যানডমকে কাজে লাগাতে চায় রাজনৈতিক দলগুলি। বিধানসভা নির্বাচন হোক কী লোকসভা নির্বাচন (Lok Sabha Election), ভোটের আগে সেলেবদের দলে নেওয়ার ট্রেন্ড প্রতিবারই চোখে পড়ে। আসন্ন লোকসভা নির্বাচনের আগেও সেই ট্রেন্ড শুরু হয়ে গেল। আর এবার সেই তালিকায় নাম জুড়ল ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha)।
গত মঙ্গলবার লাইভে আসেন ঋদ্ধিমান সাহা এবং স্ত্রী রোমি। লাইভ চলাকালীন এক ভক্ত জিজ্ঞেস করে, ঋদ্ধিমান কি কোনোদিন রাজনীতির ময়দানে নাম লেখাবেন? লোকসভা নির্বাচনের আগে কি কোনও রাজনৈতিক দলের হয়ে লড়তে দেখা যাবে এই ক্রিকেট তারকাকে। এইদিন সেই প্রশ্নেরই স্পষ্ট জবাব দিলেন রোমি।
ক্রিকেটার অর্ধাঙ্গীনি জানান, রাজনীতির হাতছানি বহু আগে থেকেই আসছে। তবে ঋদ্ধিমানের নাকি সেসবে বিশেষ আগ্রহ নেই। বরাবরই রাজনীতি থেকে দূরে থেকে এসেছেন এবং আগামী দিনেও দূরেই থাকতে চান। রোমি জানিয়েছেন, তিনি তার স্বামীকে কোচ হিসেবে দেখতে চান।
আরও পড়ুন: ‘এবার BJP চাইবে আমিও দলে যোগ দিই’, ভোটের মুখে বিষ্ফোরক দাবি প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রর
রোমি জানিয়েছেন, ‘অনেক দলের তরফেই ফোনে প্রস্তাব আসে মাঝেমধ্যে। কিন্তু ওর অন্য কোনও ক্ষেত্রেই আগ্রহ নেই। ভবিষ্যতে ওকে কোচ হিসেবে দেখতে চাই। আর তরুণদের প্রপোট করার কাজ করবে। তাছাড়া ও বেশি কথা বলতেও পছন্দ করে না।’ অর্থাৎ ঋদ্ধিমান যে রাজনীতিতে আসছেননা সেকথা একপ্রকার স্পষ্ট করে দিলেন রোমি।
এই বিষয়ে ঋদ্ধিমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি রাজনীতির ‘র’ বুঝি না।” যদিও ঋদ্ধির এককালীন কলিগ তথা সতীর্থ লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিয়ারি থেকে অশোক দিন্দারা সকলেই রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। তবে ঋদ্ধির সেসবে খুব একটা আগ্রহ নেই বলেই জানিয়ে দিলেন।