আয় বৃষ্টি ঝেঁপে! ভ্যাপসা গরমের মধ্যে কিছুক্ষণেই স্বস্তির বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

Published on:

Published on:

south bengal weather(54)

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মাসে সমানে বৃষ্টি চলছে রাজ্যের জেলাগুলিতে। নিম্নচাপ সরে গেলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলত বৃষ্টি থামেনি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার থেকে ফের ঘুরবে খেলা। এদিকে উত্তরবঙ্গের দুয়ারে দুর্যোগ। কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে বর্ষণ | South Bengal Weather

শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও অ্যালার্টও জারি হয়নি। শনিবার কলকাতা-সহ দক্ষিণের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া সহ সব প্রায় জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না।

South Bengal Weather low pressure is taking a terrifying turn disasters are again in the two states of Bengal

সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার একই রকম থাকতে পারে আবহাওয়া।

south bengal weather(49)

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের একাধিক জেলায় অন্ধকার আকাশ। কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। জারি হয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরে।