অযোধ্যায় একাধিক বিলাসবহুল হোটেল তৈরির উদ্যোগ, লড়াইয়ে সামিল ১২১ বছরের পুরনো সংস্থাও

বাংলাহান্ট ডেস্ক : প্রায় এক মাস হতে চলল উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। তার পর থেকে প্রতি দিনই পুণ্যার্থীদের ঢল নামছে মন্দিরে। দূরদূরান্ত থেকেও ভক্তদের সমাগম হচ্ছে অযোধ্যায়। এদিকে দূরের ভক্ত মানেই রাতে মাথা গোঁজার ঠাঁই। এই সুযোগে স্থানীয়দের অনেকেই নিজেদের ঘরে হোমস্টের ব্যবস্থা করেছেন।

অনেকে রাতারাতি বাড়িকেই হোটেল বানিয়ে ফেলেছেন। কিন্তু সীমিত সংখ্যক হোটেলের কারণে বহু পুণ্যার্থীই পছন্দমতো থাকার জায়গা পাচ্ছেন না।আর তাই অযোধ্যায় দর্শনার্থীর ভিড় সামলাতে শহর জুড়ে এখন শুধু হোটেল এবং গেস্ট হাউস খোলার ধুম শুরু হয়েছে। চলছে জমি বেচাকেনা। আসলে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের পর থেকে সেই শহরে একটি ব্যবসায়িক ক্ষেত্র তৈরি হয়েছে।

আরোও পড়ুন : বাবাকে মামা ডাকবে নাকি মাকে পিসি! ‘বরকে ভাইফোঁটা’ দিতেই পুরো কনফিউজড ময়না-অর্ণবের ছেলে

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে হিসেব বলছে, আগামী তিন-চার বছরে অযোধ্যার মাটিতে ৫০-১০০টি নতুন হোটেল তৈরি হয়ে যাবে যার মধ্যে অন্তত চারটি খুলতে চলেছে ১২১ বছরের পুরনো এক হোটেল সংস্থা। বারাণসীতেও ওই সংস্থার হোটেল রয়েছে। সেখানেও নতুন ঘর তৈরি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরোও পড়ুন : বাংলা থেকে অসম যাওয়া এখন আরোও সহজ! নয়া রুটে ছুটবে ট্রেন, দেখুন কোন কোন দিন চলবে

সংস্থার এমডি এবং সিইও পুনিত ছাটওয়ালের কথায়, তিন-চার বছরে অযোধ্যায় ৫০ থেকে ১০০টি হোটেল নির্মাণ  করা হবে। এখনও পর্যন্ত অযোধ্যায় মাঝারি থেকে বিলাসবহুল ১২টি হোটেল তৈরির কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন এক নামী হোটেল গোষ্ঠীর চেয়ারম্যান এমেরিটাস এবং প্রধান উপদেষ্টা।

1708003043 13

রাম জন্মভূমিতে ১০০ কোটি টাকা খরচ করে হোটেল তৈরির কথা ঘোষণা করেছে একটি ভ্রমণ সংস্থাও।অযোধ্যা ঘিরে ক্রমশ বাড়ছে আবেগ। এই মাটিতে ‘খেলতে’ নেমেছে রিয়্যাল এস্টেটের তাবড় খেলোয়াড়রাও। সারা দেশে এবং এমনকি বিদেশ থেকেও বেশ কিছু বিনিয়োগকারী জমি কেনার জন্য ব্যস্ত  হয়েছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর