৩০ থেকে হল ১০! বাংলার এই রুটে এক ধাক্কায় ভাড়া কমল ৬৫%, বিরাট খুশি যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বড় সুখবর রেল যাত্রীদের জন্য। এই খবর শোনার পর বিশেষ করে রেলের নিত্যযাত্রীরা আনন্দে লাফিয়ে উঠবেন। এবার আরো সস্তায় ট্রেনে চড়ার সুযোগ করে দিল ভারতীয় রেল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে বাংলার এই রুটে বিপুল পরিমাণ টিকিটের দাম কমানো হল। সময়ের সাথে তাল মিলিয়ে অগ্রসর হচ্ছে ভারতীয় রেল।

আজ থেকে কয়েকশো বছর আগে ভারতীয় রেলের পথ চলা শুরু, তারপর ধীরে ধীরে ভারতের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। অফিস যাত্রী থেকে শুরু করে পর্যটক, রোগী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, সাধারণ থেকে উচ্চবিত্ত মানুষ, সব শ্রেণীর মানুষের কাছে ভারতীয় রেল পরিবহণের অন্যতম এক আস্থার নাম।

আরোও পড়ুন : শিয়ালদা লাইনে চরম বিভ্রাট! থমকে গেল লোকাল ট্রেন, হঠাৎ হল কি? দুশ্চিন্তায় যাত্রীরা

যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ভারতীয় রেল ক্রমাগত নিজেদের আরও উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় বাংলার রেল যাত্রীদের জন্য বড় আপডেট দিল ভারতীয় রেল। পূর্ব রেলের পক্ষ থেকে একটি রুটের ভাড়া অনেকটাই কমিয়ে দেওয়া হল। ৩০ টাকা থেকে কমে কাটোয়া আহমেদপুর রুটের ভাড়া হয়েছে ১০ টাকা।  অন্যদিকে, কাটোয়া-আহমেদপুর রুটে একটি নতুন ট্রেন পথ চলা শুরু করেছে গত রবিবার থেকে।

আরোও পড়ুন : বিয়েবাড়িতে দেদার গুলি, যোগী রাজ্যে শ্বশুরের হাতে খুন ডন দাউদ ইব্রাহিমের শ্যালক

এতদিন এই রুটে সারা দিনে মাত্র একটি ট্রেন চলত। রবিবার থেকে দুটি ট্রেন চলাচল শুরু করল এই রুটে। নতুন এই ট্রেনটি কাটোয়া থেকে ছাড়ে সকাল ১০টা ৫৫ মিনিটে, এবং এটি আহমেদপুর পৌঁছয় দুপুর সাড়ে বারোটায়। ফেরার সময় ১২টা ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি কাটোয়া প্রবেশ করে বিকেল ৪টে ২০ মিনিটে। যাত্রাপথে এই ট্রেন ১৪টি স্টেশনে স্টপেজ দেয়।

katwa bandel local train

পূর্ব রেল জানিয়েছে, ট্রেনের ভাড়া কমানো হয়েছে কাটোয়া-আহমেদপুর শাখায়। পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মজুমদার এই বিষয়টি নিয়ে জানিয়েছেন, “দেশজুড়ে কোভিডের সময় ভাড়া বেড়েছিল। পূর্ব রেলের ওই শাখায় ভাড়া আগের পর্যায়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে সংশোধিত ভাড়া কার্যকর হবে।”

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর