বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে বড় জয়ের মাধ্যমে পাকিস্তান তাদের অভিযান শুরু করেছে। পাকিস্তান ৯৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতেছে। তবে, এবার তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। এমতাবস্থায়, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে, পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা (Salman Ali Agha) রীতিমতো হুমকি দিয়েছেন।
কী জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক (Salman Ali Agha)?
ওমানের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিং ইউনিটের আসল ক্ষমতা ফাঁস হলেও পাকিস্তানি অধিনায়ক (Salman Ali Agha) বলছেন যে যদি, তাঁরা তাঁদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হন, তাহলে তাঁদের যেকোনও দলকে হারানোর ক্ষমতা রয়েছে। জানিয়ে রাখি যে, ওমানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সময়, পাকিস্তানের দল ২০ ওভারে মাত্র ১৬০ রান তুলতে সক্ষম হয়েছিল। মোহাম্মদ হারিসের ৬৬ রানের ইনিংসের ওপর ভর করেই পাকিস্তান ওই রানে পৌঁছেছিল।
যদি হারিস দ্রুত আউট হতেন, সেক্ষেত্রে পাকিস্তানের জন্য ১২০ রানও করা কঠিন হত। হারিস ছাড়া, অন্য কোনও পাকিস্তানি ব্যাটার ওমানের মতো ছোট দলের বিরুদ্ধে ৩০ রানের মাইলফলকও স্পর্শ করতে পারেননি। তবে, পাকিস্তানের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন এবং ওমানকে মাত্র ৬৭ রানে সীমাবদ্ধ রেখে ৯৩ রানে ম্যাচটি জিতে নেন।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের প্রস্তুতি কেমন? জানালেন ব্যাটিং কোচ
ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, “আমাদের এখনও ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। বোলিং দুর্দান্ত ছিল। আমি বোলিং ইউনিট নিয়ে খুশি। আমাদের ৩ জন স্পিনার আছেন এবং তাঁরা সবাই আলাদা, এমনকি আইয়ুবও। আমাদের কাছে ৪ থেকে ৫ জন ভালো বিকল্প রয়েছে। দুবাই এবং আবুধাবিতে খেলার সময়ে আমাদের তাঁদের প্রয়োজন হবে।”
আরও পড়ুন: চিন সীমান্তে ট্রেন চালাবে ভারত! ৩০,০০০ কোটি টাকা খরচে তৈরি হবে রেললাইন
তিনি (Salman Ali Agha) আরও বলেন যে, “আমরা যেভাবে শুরু করেছিলাম, আমাদের ১৮০ রান করা উচিত ছিল। কিন্তু ক্রিকেট এমনই। আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজও আমরা জিতেছি এবং এখানেও সহজেই জিতেছি। আমরা যদি দীর্ঘ সময় ধরে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা যেকোনও দলকে হারাতে পারব।”