পাকিস্তানের বিরুদ্ধে অর্শদীপ মাঠে নামলে বাদ পড়বেন কে? কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

Published on:

Published on:

What will Team India's playing XI be like against Pakistan?

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত (Team India) এবং পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। ইতিমধ্যেই এশিয়া কাপে ভারত ও পাকিস্তান উভয় দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে। যেখানে ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশহীকে হারিয়েছে। অপরদিকে, পাকিস্তান ওমানকে হারিয়েছে।

কেমন হবে ভারতের (Team India) প্লেয়িং ইলেভেন?

এমতাবস্থায়, ভারত বনাম পাকিস্তান ম্যাচটি যে দল জিতবে তারা সুপার-৪-এর দিকে এগিয়ে যাবে। অপরদিকে, যেই দল পরাজিত হবে তাকে তার পরবর্তী ম্যাচে আরও সতর্ক হতে হবে। ভারতীয় দল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জসপ্রীত বুমরাহের মতো মাত্র একজন ফাস্ট বোলার নিয়ে খেলেছিল। তবে, পাকিস্তানের বিরুদ্ধে অর্শদীপ সিং-এর প্লেয়িং ইলেভেনে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক পাকিস্থানের বিরুদ্ধে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে।

What will Team India's playing XI be like against Pakistan?

অক্ষর প্যাটেল অথবা বরুণ চক্রবর্তী বাদ পড়তে পারেন: জানিয়ে রাখি যে, সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরের জুটি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৩ জন স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীকে মাঠে নামিয়েছিল। কুলদীপ যাদব ওই ম্যাচে এমন পারফরম্যান্স প্রদর্শন করেছেন যে, এখন কেউ তাঁকে বাদ দেওয়ার কথা ভাবতেও পারে না। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তিনি ৪ টি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: কোটি কোটি গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা SBI-র! ডিপোজিট স্কিমে হচ্ছে বড় বদল, জানুন এখনই

এমন পরিস্থিতিতে, অর্শদীপকে প্লেয়িং ইলেভেনে আনতে গেলে অক্ষর প্যাটেল বা বরুণ চক্রবর্তীকে বাদ দিতে হতে পারে। এদিকে, অক্ষর প্যাটেল নিচের দিকে ব্যাটিংয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারেন। তাঁর ব্যাটিং ক্ষমতা সম্পর্কে সকলেই অবগত। যদি টিম ম্যানেজমেন্ট অক্ষর প্যাটেলকে বাদ দেয়, তাহলে ভারতীয় ব্যাটিং লাইন-আপের গভীরতায় প্রভাব পড়বে। এমন পরিস্থিতিতে ব্যাটারদেও ওপরর আরও চাপ থাকবে। এমন পরিস্থিতিতে, বরুণ চক্রবর্তীর প্লেইং ইলেভেন থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: “আমরা যেকোনও দলকে….”, নড়বড়ে ব্যাটিং সত্ত্বেও ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকি পাক অধিনায়কের

পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল/বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরাহ