বাংলায় প্রথমবার ‘দ্য বেঙ্গল ফাইলস’এর স্ক্রিনিং, অনুপস্থিত শাশ্বত, ছবির নাম শুনেই যা বললেন…

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ জল্পনা, বিতর্ক শেষে অবশেষে রাজ্যে প্রদর্শিত হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। ছবিটি মুক্তির বাংলায় কোনও হলেই শো পায়নি। শেষমেষ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন প্রেক্ষাগৃহেই দেখানো হয়েছে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)। কিন্তু এদিন তাৎপর্যপূর্ণ ভাবে ছবির স্ক্রিনিংয়ে দেখা মেলেনি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee), যিনি এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বরং শহরেই অন্য একটি অ্যাওয়ার্ড শোতে দেখা গেল তাঁকে।

দ্য বেঙ্গল ফাইলসের (The Bengal Files) প্রসঙ্গ উঠতেই গম্ভীর শাশ্বত

অ্যাওয়ার্ড পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শাশ্বত। বলেন, অ্যাওয়ার্ড পেতে সবসময়ই ভালো লাগে। তবে দর্শকদের ভালোবাসাই তাঁর কাছে সবার আগে। কিন্তু দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) এর প্রসঙ্গ উঠতেই নাকি তাঁর মেজাজ বদলে যায়। একই দিনে শহরে প্রথম বার দ্য বেঙ্গল ফাইলস এর স্ক্রিনিং হচ্ছে, অথচ তিনি সেখানে নেই। প্রশ্ন উঠতেই কিছুটা গম্ভীর হয়ে অভিনেতা বলেন, ‘আমি তো এখানে রয়েছি, ওখানে নেই’।

Saswata chatterjee didn't attend the bengal files screening

কী বললেন ছবির বিষয়ে: তিনি কি জানতেন শহরে স্পেশ্যাল স্ক্রিনিং হচ্ছে? তাঁকে কি আমন্ত্রণ জানানো হয়নি, নাকি স্বেচ্ছায় যাননি? প্রশ্ন শুনেই শাশ্বত স্পষ্ট জানান, তাঁরা যে এখানে এসেছেন তা তিনি জানেন না। এ ব্যাপারে কিছু বলতেও চান না। এমনকি পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং ছবির (The Bengal Files) অপর অভিনেতা সৌরভ দাসকে নিয়েও কিছু বলতে চাননি তিনি। জানা যাচ্ছে, এই ছবির বিষয়ে প্রশ্ন করতেই রেগে গিয়েছিলেন শাশ্বত। এমনকি তাঁর হাবভাবেও বোঝা যাচ্ছিল যে এই ছবিটি করা তাঁর ভুল সিদ্ধান্ত ছিল।

আরও পড়ুন : পুজোতেও অব্যাহত থাকবে যাত্রী ভোগান্তি? শারদীয়া স্পেশ্যাল একগুচ্ছ সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের

প্রথম থেকেই বিতর্ক: এর আগে শাশ্বত জানিয়েছিলেন, ছবির বিষয়বস্তু তিনি জানতেন না। আগে ছবির নামও ভিন্ন ছিল। শুধুমাত্র নিজের চরিত্রের বিষয়েই তিনি জানতেন। কিন্তু ছবিতে (The Bengal Files) সেটিকে কীভাবে ব্যবহার করা হবে, অন্যান্য চরিত্রগুলি সম্পর্কেও নাকি তাঁর ধারণা ছিল না। এই ছবি নিয়ে প্রথম থেকেই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকেও।

আরও পড়ুন : সর্ষের ঝাল তো অনেক হল, এবার পুজোয় হোক রাজকীয় খানাপিনা, বাড়িতেই সহজ রেসিপি মেনে বানান ইলিশ রোস্ট

পালটা শাশ্বতর অভিযোগ খারিজ করে দেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং তাঁর স্ত্রী পল্লবী যোশী। তাঁরা পালটা দাবি করেন, সবটাই নাকি জানানো হয়েছিল শাশ্বতকে। এখন তাঁকে যা বলতে বলা হয়েছে উনি তাই বলছেন বলে মন্তব্য করেন বিবেক। তবে উল্লেখ্য, বাংলার দুই অভিনেতা শাশ্বত এবং সৌরভ কাউকেই এদিন দেখা যায়নি ছবির স্ক্রিনিংয়ে।