বাংলা হান্ট ডেস্ক: বসন্তের সকালে হালকা শিরশিরানি আর বেলা বাড়তেই সব উধাও। গরমে ঘামছে মানুষজন। ওদিকে ফেব্রুয়ারীর শেষেও সময়ে-অসময়ে হাজির বৃষ্টি। চলতি সপ্তাহে বেশ কিছুদিন ভিজেছে বাংলা। কোথাও কোথাও ঝড়-শিলাবৃষ্টিও হয়েছে। আজ রবিবারও কী তেমনই থাকবে আবহাওয়া? বৃষ্টি কী হবে? জানুন আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) লেটেস্ট আপডেট।
ছুটির দিনেও ভিজবে রাজ্য। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেও দক্ষিণের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। আজ রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওদিকে এখানেই ঝড়বৃষ্টির ইতি নয়। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অধিক বৃষ্টির সম্ভাবনা হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতের জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বজ্র -বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। আগামীকাল পুরুলিয়া, বীরভূমের পাশাপাশি পশ্চিম বর্ধমান বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৫ ফেব্রুয়ারি, বাড়ি-গাড়ি কেনার সুবর্ণ সুযোগ এই তিন রাশির
উত্তরবঙ্গের আবহাওয়া: শনিবার বৃষ্টি হতে পারে বলে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায়। বাকি জেলাতে শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।