দীর্ঘ টানাপোড়েনের অবসান, স্টপেজ বাড়ল শিয়ালদহ-বনগাঁ রুটে, নতুন স্টপেজে উপচানো ভিড় এসি লোকালে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ ডিভিশনে দুটি এসি লোকালের (AC Local Train) মধ্যে শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেনটি ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই থাকছে কানায় কানায় ভিড়। তবে ঠাসাঠাসি ভিড়েও শীতাতপনিয়ন্ত্রিত হওয়ায় বাঁচোয়া। এর মধ্যেই যাত্রীদের দাবি মেনে স্টপেজ বেড়েছে শিয়ালদহ-বনগাঁ এসি লোকালে (AC Local Train)। সোমবার প্রথমবার অশোকনগর স্টেশনে থামল এসি লোকাল। রেলের তরফে একাধিক স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন স্টপেজে থামল শিয়ালদহ-বনগাঁ রুটের এসি লোকাল (AC Local Train)

অশোকনগর স্টেশনে এসি লোকাল (AC Local Train) থামার দাবি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল এই স্টেশনের যাত্রীদের। অবশেষে এদিন স্টেশনে ট্রেন আসার ঘোষণা শুনেই উচ্ছ্বাসে ফেটে পড়েন যাত্রীরা। এসি লোকালে (AC Local Train) ওঠেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও। যাত্রীদের মধ্যে লাড্ডু বিতরণ করতেও দেখা যায় তাঁকে।

AC local train stopped at new station in bongaon route

কতদিন ট্রেন থামবে এই স্টেশনে: জানা গিয়েছে, আপাতত কিছুদিনের জন্য হলেও অশোকনগরে থামবে এসি লোকাল (AC Local Train)। পরবর্তীতে এই স্টেশনে স্থায়ী স্টপেজ দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করবে রেল। তবে প্রথম দিনেই যেভাবে এই ট্রেনে যাত্রীদের ভিড় দেখা গেল তাতেই বোঝা যাচ্ছে বনগাঁ রুটে এসি লোকাল (AC Local Train) চালানো সার্থক। পাশাপাশি অশোকনগর স্টেশনেও এই ট্রেন থামায় রেলের লাভ হবে বলেই মনে করছেন যাত্রীরা।

আরও পড়ুন : ১৫ মিনিট ধরে স্তব্ধ রইল পরিষেবা, গিরিশ পার্ক-দক্ষিণেশ্বরে ফের মেট্রো বিভ্রাট, ক্ষুব্ধ যাত্রীরা

কোন কোন স্টেশন নতুন যুক্ত হয়েছে: রেল সূত্রে জানানো হয়েছিল, শিয়ালদহ-বনগাঁ রুটে নতুন যুক্ত স্টেশনগুলি হল চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা এবং বিরাটি। তবে এই সিদ্ধান্ত পরীক্ষামূলক ভাবে নেওয়া হয়েছে বলে খবর। ১৫ সেপ্টেম্বর থেকে এক মাস পর্যন্ত দুই রুটে নতুন যুক্ত হওয়া সাতটি স্টেশনে এসি লোকালগুলি (AC Local Train) থামবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশে মাছের আকাল, এদিকে অর্ধেক দামে ইলিশ রপ্তানি ভারতে! দেশবাসীর ক্ষোভের মুখে ইউনূস সরকার

জানা যাচ্ছে, রেল একমাস পরীক্ষা করে দেখবে এই নতুন স্টেশনগুলিতে কতজন যাত্রী উঠছে। সেইমতো এক মাস পর থেকে ওই স্টেশনগুলিতে ট্রেন থামবে নয়তো থামবে না। এই স্টেশনগুলিতে এসি লোকাল (AC Local Train) থামা নিয়ে আগে থেকেই যাত্রীরা দাবি জানিয়ে আসছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত পূর্ব রেলের।