বাংলাহান্ট ডেস্ক : রবিবারই জানা গিয়েছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন পেয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এই সমন তিনি পেয়েছেন বলে খবর। সেই মতো সোমবারই দিল্লিতে ইডির অফিসে গিয়ে হাজিরা দেন তিনি। আবার মঙ্গলবারই সমন পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও (Ankush Hazra)।
ইডির দফতরে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)
সোমবার দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেন মিমি (Mimi Chakraborty)। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। একাধিক কাগজপত্র নিয়ে তদন্তকারী সংস্থার দফতরে ঢুকতে দেখা যায় তাঁকে। দফতরের মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখেও পড়েছিলেন মিমি। সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, তাঁর কি কিছু বলার আছে? উত্তরে মিমি (Mimi Chakraborty) বলেন, তিনি বাইরে বেরিয়ে কথা বলবেন।
ফের সমন অঙ্কুশকে: এদিকে এই মামলায় আবারও ডাক পেয়েছেন অঙ্কুশ। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ দিল্লিতে ইডির দফতরে ডাক পড়েছে তাঁর। এর আগে কর্ণাটকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অঙ্কুশকে। তাঁর নামও জড়িয়েছে বেটিং জড়িয়েছে বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে।
আরও পড়ুন : বাংলাদেশে মাছের আকাল, এদিকে অর্ধেক দামে ইলিশ রপ্তানি ভারতে! দেশবাসীর ক্ষোভের মুখে ইউনূস সরকার
কী অভিযোগ সংস্থার: ইডির সন্দেহ, অনলাইন বেটিং অ্যাপগুলি বেআইনি। অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে এই বেআইনি অ্যাপগুলি। আবার তদন্তকারী সংস্থাকে ফাঁকি দিতে টাকাগুলি হাওয়ালার মাধ্যমে ঘোরানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ভুলে যান ইলিশ-ভেটকি, দামে কম মানে ভালো এই মাছ সপ্তাহে একদিন খেলে কাছে ঘেঁষবে না হৃদরোগ-ক্যানসার
এদিকে মামলায় যে তারকাদের নাম জড়িয়েছে তাঁদের বিরুদ্ধে ইডির অভিযোগ, এই বেআইনি বেটিং অ্যাপগুলির প্রচার করে আর্থিক সুবিধা পেয়েছেন তাঁরা। এই মামলায় জড়িয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবেরাকোন্ডা, রাণা দগ্গুবতী থেকে কপিল শর্মাও। এমনকি ক্রিকেট জগতের শিখর ধাওয়ান, সুরেশ রায়নাদেরও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অঙ্কুশ, মিমির (Mimi Chakraborty) আগে কোনও টলিউড তারকার নাম এই মামলায় জড়ায়নি।