বাংলা হান্ট ডেস্কঃ জঙ্গিপুর (Jangipur) সাংগঠনিক জেলায় তৃণমূলে যোগদানের ক্ষেত্রে কড়া নিয়ম বেধে দিল জঙ্গিপুরের জেলা নেতৃত্ব। নতুন নিয়মে বলা হয়েছে, এখন থেকে যে কেউ চাইলেই আর দলে যোগ দিতে পারবেনা। দলে নতুন কাউকে যোগদান করাতে হলে আগে থেকেই জানাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর এবং আইপ্যাককে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর দলে যোগদান সম্পর্কিত জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ব্লক ও টাউন স্তরে সভাপতির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত যোগদান একেবারেই চলবে না। এরপর কাউকে আনতে হলে জানাতে হবে জেলা কমিটিকে, আইপ্যাককে, এমনকি অভিষেকের দপ্তরকেও। শুধু তাই নয়, যোগদানকারীর নাম, কোন দলে ছিলেন, কী পদে ছিলেন, কখন কোথায় তিনি যোগ দেবেন, এই সব তথ্য লিখিতভাবে জমা দিতে হবে।
কেন শুধু জঙ্গিপুরে (Jangipur) এই নিয়ম?
প্রশ্ন উঠছে, এই নিয়ম যদি দরকার হয়, তবে কেন শুধু জঙ্গিপুরেই জারি করা হল? তৃণমূলের এক বড় নেতা জানিয়েছেন, কিছু সাংগঠনিক জেলা রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতর। জঙ্গিপুর (Jangipur) তার মধ্যে অন্যতম। সামশেরগঞ্জ, সুতির মতো জায়গা আগেই রাজনৈতিক হিংসায় জ্বলেছে। তাই সেখানেই আগে কড়াকড়ি করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে আইপ্যাককে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দলীয় নেতাদের মতে, ব্লক ও টাউন স্তরে রদবদলের পেছনে আইপ্যাকের সমীক্ষার বড় ভূমিকা আছে। তাই নতুন যোগদানকারীদের ক্ষেত্রেও তাদের মতামত গুরুত্বপূর্ণ। কারণ এলাকাভিত্তিক তথ্য, মানুষের মনোভাব, সবই তাদের কাছে রয়েছে।
আরও পড়ুনঃ SIR-এর জন্য ১৫ কোটি ফর্ম! রাজ্যে ভোটার তালিকা সমীক্ষায় তৎপর সিইও
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত অগস্ট মাস থেকে জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন। অনেক জেলায় ইতিমধ্যেই রদবদল হয়েছে, বাকি জেলাগুলোতেও ধাপে ধাপে হবে। এরমধ্যে জঙ্গিপুরে (Jangipur) এই নতুন নির্দেশিকায় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া আর কাউকে তৃণমূলে আনা যাবে না। এখন দেখার, অন্যান্য সংবেদনশীল জেলাতেও এই একই নিয়ম চালু হয় কি না।