সুপার-৪-এ এন্ট্রি পাকিস্তানের! এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাক, কবে-কোথায় ম্যাচ?

Published on:

Published on:

India and Pakistan to face each other again in Asia Cup.

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপের সুপার ফোরে এন্ট্রি নিয়েছে পাকিস্তান (Pakistan)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান তাদের শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচটি পাকিস্তান জিতেছে। ৪১ রানের এই জয়ের মাধ্যমে পাকিস্তানকে সুপার ফোরে তাদের স্থান নিশ্চিত করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবার ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। উল্লেখ্য যে, এশিয়া কাপের সুপার রাউন্ড শুরু হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর।

এশিয়া কাপে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (Pakistan):

ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি কখন: জানিয়ে রাখি যে, এশিয়া কাপে অংশ নেওয়া ৮ টি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রতিটি গ্রুপের শীর্ষ ২ টি দল সুপার ফোরে উঠবে। এদিকে সুপার ফোরে স্থান পাওয়া প্রতিটি দল একে অপরের সম্মুখীন হবে। এমতাবস্থায়, ভারতীয় দল তাদের প্রথম সুপার ফোর ম্যাচে পাকিস্তানের (Pakistan) মুখোমুখি হবে। এই ম্যাচটি আগামী ২১ সেপ্টেম্বর সম্পন্ন হতে চলেছে। যেটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ৮:০০ টায় শুরু হবে। এটি পাকিস্তানেরও প্রথম সুপার ফোর ম্যাচ।

India and Pakistan to face each other again in Asia Cup.

প্রথম ম্যাচে সহজেই জয়লাভ করে ভারত: উল্লেখ্য যে, গত ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছিল। গ্রুপ এ-তে তাদের অবস্থানের কারণে ২ টি দল মুখোমুখি হয়। দুবাইতে সম্পন্ন হওয়া ওই ম্যাচে ভারত সহজেই ৭ উইকেটে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১২৭ রান করে। ভারতের স্পিন বোলিংয়ের সামনে তাদের ব্যাটাররা দাপট দেখাতে পারেননি। ভারতীয় দল ১৬ তম ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়।

আরও পড়ুন: উৎসবের মরশুমে বাড়ছে জ্বালানির চাহিদা! কোথায় দাঁড়িয়ে পেট্রোল-ডিজেলের দাম? জানুন লেটেস্ট রেট

ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা: জানিয়ে রাখি যে, ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনাল আগামী ২৮ সেপ্টেম্বর সম্পন্ন হবে। ওই ম্যাচেও ভারত ও পাকিস্তানের (Pakistan) মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপার ফোরের শীর্ষ ২ টি দলের মধ্যে এশিয়া কাপের ফাইনাল সম্পন্ন হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে এল পুতিনের ফোন! জানালেন শুভেচ্ছা, ভারত-রাশিয়া সম্পর্কে দিলেন বিশেষ বার্তা

এদিকে, গ্রুপ বি থেকে সুপার ফোরে ওঠার জন্য দলগুলি এখনও নিশ্চিত হয়নি। বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যেকোনও ২ টি দল পরবর্তী রাউন্ডে যাবে। এদিকে, ভারতীয় দল তাদের বাকি ২ টি সুপার ফোর ম্যাচ আগামী ২৪ এবং ২৬ সেপ্টেম্বর খেলবে।