না যাবে মদ খেয়ে চালানো, না করা যাবে চুরি! অভিনব বাইক বানিয়ে তাক লাগিয়ে দিল পড়ুয়ারা

বাংলাহান্ট ডেস্ক : বাইক চুরি রুখতে ও মদ্যপ অবস্থায় বাইক চালানো রুখতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা বিশেষ প্রযুক্তি নিয়ে আসলেন। প্রয়াগরাজের মোতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNNIT) সোসাইটি অব অটোমেটিক ইঞ্জিনিয়ার্স (SAE) ক্লাবের উদ্যোগে নতুন ধরনের বাইক ডিজাইন করা হয়েছে।

জানানো হয়েছে মদ খেয়ে চালালেই এই বাইক নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ চালক যদি মাতাল হয়ে থাকেন তাহলে এই বাইক চালাতে পারবেন না। একটি অ্যান্টি সেন্সর এই বাইকে ব্যবহার করা হয়েছে যেটি অ্যালকোহলের গন্ধ পাওয়ার পর বাইক স্টার্ট করতে দেবে না। এছাড়াও বেশ কিছু উন্নত মানের সেন্সর লাগানো হয়েছে এই ই-বাইকে।

আরোও পড়ুন : ED-র উপর হামলা থেকে লুটপাট! সব দায় স্বীকার শাহজাহানের, জেরায় মুখ খুলল সন্দেশখালির বাঘ

প্রতিষ্ঠানের পড়ুয়ারা এই নতুন ধরনের বাইকটি তৈরি করেছেন মোতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (MNNIT) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিতেন্দ্র এন গাঙ্গোয়ারের তত্ত্বাবধানে। ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বলছেন, বাইকের সেন্সর যদি সনাক্ত করতে পারে যে চালক মদ খেয়ে রয়েছেন, তাহলে এই বাইকটি স্টার্ট হবেনা।

আরোও পড়ুন : সুখবর দিয়ে দিল রেল! এবার তিন ঘণ্টায় দিঘা থেকে যাওয়া যাবে পুরী, শীঘ্রই শুরু হবে ট্রেন পরিষেবা

এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়াও চুরি এড়াতে এই বাইকে বসানো হয়েছে অ্যান্টি থেফট সেন্সর। এই বাইকটির দাম রাখা হয়েছে ১.৩০ লক্ষ টাকা। সম্প্রতি ভোপালের ইম্পেরিয়াল সোসাইটি অব ইনোভেটিভ ইঞ্জিনিয়ার্সের এক প্রতিযোগিতায় প্রশংসিত হয়েছে এই বাইক। ৭০টি দলের মধ্যে এই বাইক দুটি পুরস্কার জিতে নিয়েছেন।

img 20240229 155110

 

ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগ প্রদান করতে সক্ষম এই বাইক। চার ঘন্টা ফুল চার্জ দিলে এই বাইকটি ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। সহজে উচ্চতায় ওঠার জন্য এই বাইকে দেওয়া হয়েছে অ্যাসিস্ট ফিচারও। এছাড়াও বেশ কিছু সেন্সর রয়েছে এই বাইকটিতে যেগুলি অন্যান্য বাইকের থেকে এটিকে আলাদা করেছে।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর