বাংলাহান্ট ডেস্ক : সবেমাত্র পথচলা শুরু করেছে স্টার জলসার নতুন সিরিয়াল (Serial) ‘ভোলেবাবা পার করেগা’। এই ধারাবাহিকের হাত ধরে একটা লম্বা সময় পার করে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। কিন্তু তিনি ফিরতে না ফিরতেই দর্শক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে যেমন প্রশংসা করছেন মধুমিতার, অনেকে আবার সমালোচনাও শুরু করেছেন।
সিরিয়ালের (Serial) শুরুতেই সমালোচনা
আসলে নতুন সিরিয়ালে একজন ব়্যাপ গায়িকার চরিত্রে দেখা যাচ্ছে মধুমিতাকে। তাঁর কণ্ঠে ব়্যাপ শুনে চমকেছেন অনেকেই। সেই সঙ্গে অনেকে প্রশ্ন শুরু করেছেন, মধুমিতার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কবে এত বদলে গেল তাঁর কণ্ঠস্বর? ধন্দে পড়েছেন দর্শকদের একাংশ।
নিজেই ব়্যাপ করছেন মধুমিতা: আসলে মধুমিতা নিজেই এর আগে জানিয়েছিলেন এর কারণ। মধুমিতা বলেছিলেন, এই প্রথম বার তিনি ব়্যাপ গাইছেন, সিরিয়ালে (Serial) যত গান রয়েছে সবগুলিতে তিনি নিজেই ব়্যাপ করছেন বলে জানিয়েছিলেন মধুমিতা। এদিকে শুটিংয়ে সারাক্ষণ প্রায় চিৎকার করে কথা বলতে হচ্ছে তাঁকে। সব মিলিয়েই এই পরিস্থিতি।
আরও পড়ুন : আকারে বড় হলেই হবে না, কত কেজির পদ্মার ইলিশ সবথেকে বেশি স্বাদের হয়? জানালেন মাছ ব্যবসায়ীরা
কী প্রতিক্রিয়া দর্শকদের: কিন্তু মধুমিতার এমন কণ্ঠস্বর সিরিয়ালের শুরুতেই খানিক নেতিবাচক প্রভাবই ফেলেছে দর্শকদের উপরে। অনেকেই কটাক্ষ করেছেন তাঁর কণ্ঠস্বরকে। আবার অনেকে তাঁর পাশেও দাঁড়িয়েছেন। সব মিলিয়ে সিরিয়ালের (Serial) শুরুতে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকদের তরফে।
আরও পড়ুন : ছোটবেলায় একটা জামা পরেই কাটাতেন পুজো, প্রতিষ্ঠিত হয়েও ফেলে আসা দিন নিয়ে নস্টালজিক সায়ক
প্রসঙ্গত, এই প্রথম বার দেখা যাবে মধুমিতা-নীল জুটি। মুম্বই থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে সাচ মাস পর তিনিও ফিরছেন সিরিয়ালে (Serial)। নীলকে দেখা যাবে ডাক্তারের চরিত্রে। দুজনের প্রথমে বনিবনা না হলেও তারপর ঝিলই তাঁকে সাহায্য করে হাসপাতালে পৌঁছাতে।