এবার বাংলায় মিটবে তেলের চাহিদা! ৩ হাজার কোটি খরচে তৈরি হচ্ছে এলপিজি বটলিং প্ল্যান্ট

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উদ্বোধন করতে চলেছেন এলপিজি বটলিং প্ল্যান্টের। এছাড়াও উদ্বোধন হতে চলেছে হলদিয়া-বারাউনি অপরিশোধিত তেলের পাইপলাইন। এর জন্য খরচ হচ্ছে প্রায় তিন হাজার কোটি টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অপরিশোধিত তেল জোগানোর জন্য ৫১৮ কিলোমিটারের একটি পাইপলাইন তৈরি করেছে।

এই প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় ২,৭৯০ কোটি টাকা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বিদ্যাসাগরের শিল্পপার্কে এলপিজি বটলিং প্ল্যান্টেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে।

আরোও পড়ুন : হয়ে গেল অন্তিম শ্যুটিং, শেষের পথে Zee Bangla’র এই জনপ্রিয় সিরিয়ালটি! মন খারাপ দর্শকদের

কাজ সম্পন্ন হলে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ মানুষ উপকৃত হবেন। পাবেন এলপিজি গ্যাস। এই দুই প্রকল্প মিলিয়ে মোট প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে কেন্দ্রের তরফে। এই শোধনাগার গুলি তৈরি হলে কী উপকার মিলবে? জানা গিয়েছে, অপরিশোধিত তেলের পাইপলাইন যাচ্ছে মূলত বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়া-বারাউনির মধ্য দিয়ে।

আরোও পড়ুন : মাধ্যমিক পাশেই হবে নিয়োগ! সাইপেন্ড নিয়েই কাজ করা যাবে SAIL ইন্ডিয়ায়, আবেদন করুন শিগগিরই

এই পাইপলাইনের মাধ্য দিয়ে হলদিয়া থেকে অপরিশোধিত তেল পাঠানো হবে। যা পাঠানো হবে বারাউনি শোধনাগার, গুয়াহাটি শোধনাগার এবং বঙ্গাইগাঁও তৈল শোধনাগারে। এভাবে তেল পাঠানো হলে পরিবেশের পক্ষে তা সুফল মিলবে। পাশাপাশি তেমনই খরচ কমবে। এছাড়া অপরিশোধিত তেলের চাহিদা পূরণ হবে পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের শোধনাগারগুলির।

lpg plant 1709279544599 1709279559222

ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এটা পশ্চিমবঙ্গের ষষ্ঠ এলপিজি বটলিং প্ল্যান্ট হতে চলেছে।খড়্গপুরের বিদ্যাসাগরের শিল্পপার্কে এলপিজি বটলিং প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে ৪৫ একর জমিতে। এই বটলিং পাম্প একটা শিফটে অর্থাৎ আট ঘণ্টায় প্রায় ১৭,০০০ সিলিন্ডারে গ্যাস ভরতে পারবে। আপাতত একটা সিফটেই কাজ হবে। পরবর্তীতে সিফট বাড়ানো হবে। তখন গ্যাস ভর্তি সিলিন্ডারের এই সংখ্যাটা আরো বাড়বে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর