আজ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ, দেশের জন্য নতুন কী বার্তা দেবেন মোদি?

Published on:

Published on:

Prime Minister Narendra Modi to address the nation today 21 September 2025

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, এদিন বিকেল ৫টায় নয়াদিল্লি থেকে দেশবাসীর উদ্দেশে সরাসরি বার্তা দেবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে নেক্সট জেনারেশন GST। সেই নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে পারেন প্রধানমন্ত্রী বলে মনে করছে রাজনীতি মহল।

সোমবার থেকে কার্যকর হবে নেক্সট জেনারেশন GST

নতুন GST সংস্করণে কেন্দ্র প্রায় ৯০ শতাংশ পণ্যে জিএসটির হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার দেবিপক্ষের সূচনালগ্ন দিন। তাই সেদিনই নতুন GST কার্যকর করার দিনটি বেছে নেওয়া হয়েছে। তাই নেক্সট জেনারেশন GST কার্যকর হওয়ার আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাষণের ঘোষণা তাৎপর্যপূর্ণ হতে হবে বলে মনে করছে রাজনীতিবিদরা।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভারতের উপর বাড়তি শুল্ক চাপিয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। H1B ভিসার খরচ বাড়ানোর সিদ্ধান্তও এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে। অন্যদিকে, চিনের সঙ্গে ভারতের নৈকট্য বাড়ছে। এসব পরিস্থিতির মধ্যে দেশের আত্মনির্ভরতা বাড়ানোর পক্ষে সওয়াল করেছে কেন্দ্র।

দেশীয় ও স্থানীয় পণ্য ব্যবহারের বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী (Narendra Modi)

দেশে উৎপাদন ও চাহিদা বাড়িয়ে মার্কিন শুল্ক নীতির পালটা প্রস্তুত করার চেষ্টা করছে মোদি সরকার। রবিবারের ভাষণে তিনি উৎসবের আগে দেশীয় ও স্থানীয় পণ্য ব্যবহারের বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি যে ঠিক কী বিষয় নিয়ে আজ প্রধানমন্ত্রী (Narendra Modi) ভাষণ দেবেন।

Prime Minister Narendra Modi to address the nation today 21 September 2025

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়, SSC কাণ্ডে প্রাক্তন চেয়ারম্যানকে ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা করল সিবিআই

আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। আসন্ন দুর্গাপূজার পবিত্র দিনগুলি আমাদের সবার জীবনে আলোকময় ও উদ্দেশ্যপূর্ণ হোক। মা দুর্গার আশীর্বাদ সবার জীবনে নিয়ে আসুক দৃঢ় শক্তি, অশেষ আনন্দ ও সুস্বাস্থ্য।”